Crime News: 'চলো, বেরবে?' বাইকে করে বউকে নিয়ে বেরল বর! প্রথমে নিয়ে গেল হোটেলে, তারপরেই শুরু এক ভয়ঙ্কর খেলা...
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
বাড়ি ফিরে আসার পর স্বামী ফের মহিলাকে মারধর শুরু করে। তিনি যখন পুলিশে অভিযোগ করার হুমকি দেন, তখন সে তার ছবি ইন্টারনেটে রেখে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।
চেন্নাই: ভারতীয় ঐতিহ্যে, স্বামী-স্ত্রীর সম্পর্ককে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কিন্তু যখন তাঁদের মধ্যে অবিশ্বাসের অনুভূতি তৈরি হয়, তখন সেই পরিবারের ভাঙন নিশ্চিত। কখনও কখনও দ্বন্দ্ব সেই এতটাই বেড়ে যায় যে জীবন নরকের চেয়েও খারাপ বলে মনে হতে শুরু করে। চেন্নাইতেও এমন একটি ঘটনা সামনে এসেছে। স্বামী জোর করাতেই স্ত্রী তার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। লজে একটি ঘরও বুক করা হয়েছিল। তারপরেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড।
পুলিশ সূত্রে খবর, ২৮ বছর বয়সী এক তথ্যপ্রযুক্তি কর্মী চেন্নাইয়ের ভানাগ্রামে নিজের বাড়ির একটি ঘরে স্বামীকে আটকে রেখে পুলিশে খবর দেন। অভিযোগ, স্বামী তাঁকে হুমকি দিচ্ছিলেন যে তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবেন।
জানা গিয়েছে, মহিলা এবং তাঁর অভিযুক্ত স্বামী ২০২৩ সালে বিয়ে করেন। বিয়ের মাত্র কয়েক মাস পরেই সম্পর্কের অবনতি হয়। স্বামী মদ্যপ অবস্থায় মহিলাকে মারধর শুরু করেন। পরে যখন অভিযুক্ত জানতে পারে যে তার স্ত্রী বিবাহবিচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে, তখন সে ক্ষমা চেয়ে নেয় এবং দেখা করার জন্য অনুরোধ করে। শুধু তাই নয়, আর কখনও মদ্যপান না করার প্রতিশ্রুতিও দিয়েছিল। এরপরেই শুরু হয় আসল খেলা। তারপরেই নিজের স্ত্রীকে বাইকে করে নিয়ে যায় কুনুরে। দুজনে সেখানকার একটি লজে থাকে। সেখানেই গোপনে মহিলার অশ্লীল ছবি তোলে।
advertisement
advertisement
বাড়ি ফিরে আসার পর স্বামী ফের মহিলাকে মারধর শুরু করে। তিনি যখন পুলিশে অভিযোগ করার হুমকি দেন, তখন সে তার ছবি ইন্টারনেটে রেখে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এরপরেই মহিলা অভিযুক্তকে বাড়ির একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন এবং নিজেই ঘর থেকে বেরিয়ে এসে পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন। ভানাগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। পুলিশ মামলা দায়ের করে আরও তদন্ত শুরু করেছে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 12:15 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Crime News: 'চলো, বেরবে?' বাইকে করে বউকে নিয়ে বেরল বর! প্রথমে নিয়ে গেল হোটেলে, তারপরেই শুরু এক ভয়ঙ্কর খেলা...