চুটকির প্যাকেটে 'এই' মুখ চেনা! ৫০ বছরের ব্যবসা! কে এই মেয়ে, জানলে অবাক হবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Chutki: ১৯৭০ সালে বাজারে এসেছিল চুটকি। তার পর থেকে ভারতের বাজারে আলাদা জায়গা করে নিয়েছে এই মাউথ ফ্রেশনার। একের পর এক প্রজন্মের কাছে চুটকি সমানভাবে জনপ্রিয় হয়েছে।
কলকাতা: ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবসা। চুটকির প্যাকেটে এই মেয়ের ছবি দেখেননি এমন মানুষ বোধ হয় কম আছে। কিন্তু অনেকেই জানেন না, চুটকির প্যাকেটে এই মেয়েটি আসলে কে!
১৯৭০ সালে বাজারে এসেছিল চুটকি। তার পর থেকে ভারতের বাজারে আলাদা জায়গা করে নিয়েছে এই মাউথ ফ্রেশনার। একের পর এক প্রজন্মের কাছে চুটকি সমানভাবে জনপ্রিয় হয়েছে।
সেই নীল রঙের প্যাকেট আজও বহু মানুষের মন জয় করে। এই নীল রঙের প্যাকেটেই চুটকি প্রথম বাজারে এসেছিল। সেই প্যাকেটের মাঝে ছিল একটি মেয়ের ছবি।
advertisement
advertisement
আরও পড়ুন- আমের নাম ফজলি-ল্যাংড়া-গোলাপখাস-হিমসাগর! ফলের রাজার এমন অদ্ভুত সব নাম কেন জানেন?
চুটকির প্যাকেটের আকার ও নীল রঙ আজও একই রেখেছে কোম্পানি। এখন অবশ্য এক প্যাকেটের দাম বেড়েছে। তাতে গ্রাহক সংখ্যায় কোনও প্রভাব পড়েনি। চুটকিতে যে মেয়েটিকে দেখা যায় তাঁর নাম অনিতা ডামেলো।
১৯৬৮ সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু তিনি প্রথম ২০-তে জায়গা পাননি। এর পর অভিনয় এবং মডেলিং, দুটোই চেষ্টা করেন তিনি। তবে সাফল্য পাননি সেভাবে। শেষ পর্যন্ত বিজ্ঞাপনী শুটে কাজ করতে শুরু করেন তিনি।
advertisement
১৯৭০ সালে অনিতা আসেন চুটকির বিজ্ঞাপনী শুটের জন্য অডিশন দিতে। তাতেই তাঁর ভাগ্য খুলে যায়। কিছুদিনের মধ্যেই তাঁর মুখ চুটকির প্যাকেটে দেখা যায়। আর অনিতা ক্রমে জনপ্রিয় হয়ে ওঠেন। অনিতা কিন্তু একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন।
আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে বড় বটগাছ রয়েছে এরাজ্যে, নাম কী? বয়স কত? কোথায় সেটি জানলে চমকাবেন
জানা যায়, পরবর্তী সময়ে অনিতা ব্রাজিলের একজনকে বিয়ে করেন। তার পর তিনি ব্রাজিলে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। অনেকে দাবি করেন, অনিতা আর বেঁচে নেই।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 16, 2024 2:41 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চুটকির প্যাকেটে 'এই' মুখ চেনা! ৫০ বছরের ব্যবসা! কে এই মেয়ে, জানলে অবাক হবেন