ভারতের কোন রাজ্যের কোনও রাজধানী নেই? বলতে পারবেন? ৯০ শতাংশ মানুষ জানে না!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Knowledge Story- এই দেশের এমন অনেক বিশেষ ব্যাপার রয়েছে যেগুলি সম্পর্কে মানুষের জ্ঞান কম। উদাহরণস্বরূপ, আপনি কি জানেন, ভারতে এমন একটি রাজ্য রয়েছে যার কোনও রাজধানী নেই?
কলকাতা: ভারত একটি গণতান্ত্রিক দেশ। এই দেশের সরকার সব সময় দেশে বৈচিত্রের মধ্যে ঐক্য বজায় রেখে বিশ্বের কাছে উদাহরণ হিসেবে নিজেদের উপস্থাপন করেছে। এই দেশের এমন অনেক বিশেষ ব্যাপার রয়েছে যেগুলি সম্পর্কে মানুষের জ্ঞান কম। উদাহরণস্বরূপ, আপনি কি জানেন, ভারতে এমন একটি রাজ্য রয়েছে যার কোনও রাজধানী নেই? ৯০ শতাংশ মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর জানেন না!
ভারতে ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এর মধ্যে একটি অন্ধ্রপ্রদেশ। চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হন। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০২৪ সালের জুলাই মাসে চন্দ্রবাবু নাইডু যখন জনতাকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন, তখন তিনি উল্লেখ করেছিলেন ২০১৪ সালে দুটি ভাগে বিভক্ত হওয়ার পরও, অন্ধ্র প্রদেশের কোনও সরকারী রাজধানী ছিল না। সুতরাং অন্ধ্রপ্রদেশ এমন একটি রাজ্য যার কোনো সরকারী রাজধানী নেই।
advertisement
আরও পড়ুন- অবশেষে জানা গেল রোহিত শর্মার ছেলের নাম, ‘জুনিয়র হিটম্যান’এর নাম জানালেন রীতিকা
অন্ধ্র প্রদেশ পুনর্গঠন (সংশোধন) বিল, ২০১৪ অনুযায়ী, হায়দরাবাদকে ১০ বছরের জন্য অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানার যৌথ রাজধানী করা হয়েছিল। কিন্তু এই বছরের জুন থেকে হায়দরাবাদ শুধুমাত্র তেলেঙ্গানার রাজধানী। অন্ধ্র প্রদেশের কোনও সরকারী রাজধানী নেই। নাইডুর আগে মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশে ৩টি রাজধানীর প্রস্তাব করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর চন্দ্রবাবু নাইডু শুধু অমরাবতীকে রাজধানী করার কথা বলেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলে বিরাট পরিবর্তন! চাপে রোহিত শর্মা
বিজনেস স্ট্যান্ডার্ড এবং নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, অমরাবতীকে রাজধানী করার কাজ শুরু হবে ২০২৫ সালের জানুয়ারি থেকে। তার জন্য খরচ হবে ৬০ হাজার কোটি টাকা। ৫ নভেম্বরের ANI রিপোর্ট অনুযায়ী, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু রাজধানী নিয়ে কর্তৃপক্ষের সাথে একটি পর্যালোচনা বৈঠক করেছিলেন। তখন বলা হয়েছিল, ৬০ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। আগামী তিন বছরের মধ্যে সেই শহরকে রাজধানীর মতো প্রস্তুত করার কাজ করা হবে। মন্ত্রী, বিধায়ক, সরকারি অফিস, বিধানসভা ও হাইকোর্টের বাংলো স্থাপন করা হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2024 5:48 PM IST