Rohit Sharma Son Name: অবশেষে জানা গেল রোহিত শর্মার ছেলের নাম, 'জুনিয়র হিটম্যান'এর নাম জানালেন রীতিকা

Last Updated:
Rohit Sharma Son Name And Meaning Revealed: রোহিতের ছেলের নাম কী হল তা এতদিন জানা যায়নি। ফলে কৌতুহল বাড়ছিল ফ্যানেদের। অবশেষে রোহিত শর্মার স্ত্রী রীতিকা জানালেন 'জুনিয়র হিটম্যান'এর নাম।
1/6
দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট মিস করেছেন রোহিত শর্মা। গত ১৫ নভেম্বর পুত্র সন্তানের বাবা-মা হন রোহিত-রীতিকা।
দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট মিস করেছেন রোহিত শর্মা। গত ১৫ নভেম্বর পুত্র সন্তানের বাবা-মা হন রোহিত-রীতিকা।
advertisement
2/6
সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়ক নিজেই জানিয়েছিলেন রোহিত-রীতিকা-সামাইরার পরিবারের চতুর্থ জন আসার কথা। ভেসেছিলেন শুভেচ্ছার জোয়ারে।
সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়ক নিজেই জানিয়েছিলেন রোহিত-রীতিকা-সামাইরার পরিবারের চতুর্থ জন আসার কথা। ভেসেছিলেন শুভেচ্ছার জোয়ারে।
advertisement
3/6
তারপর ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা। কিন্তু রোহিতের ছেলের নাম কী হল তা এতদিন জানা যায়নি। ফলে কৌতুহল বাড়ছিল ফ্যানেদের।
তারপর ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা। কিন্তু রোহিতের ছেলের নাম কী হল তা এতদিন জানা যায়নি। ফলে কৌতুহল বাড়ছিল ফ্যানেদের।
advertisement
4/6
অবশেষে রোহিত শর্মার স্ত্রী রীতিকা জানালেন 'জুনিয়র হিটম্যান'এর নাম। চারটি পুতুলের ছবি দিয়েছেন রীতিকা। সেখানেই লেখা রয়েছে পরিবারের ৪ জনের নাম।
অবশেষে রোহিত শর্মার স্ত্রী রীতিকা জানালেন 'জুনিয়র হিটম্যান'এর নাম। চারটি পুতুলের ছবি দিয়েছেন রীতিকা। সেখানেই লেখা রয়েছে পরিবারের ৪ জনের নাম।
advertisement
5/6
একটি পুতুলের টুপিতে নিজের, একটিতে রোহিতের, একটিতে মেয়ে সামাইরার নাম লিখেছেন। আর একটি ছোট পুতুলের টুপিতে লিখেছেন ছেলের নাম ‘অহান’।
একটি পুতুলের টুপিতে নিজের, একটিতে রোহিতের, একটিতে মেয়ে সামাইরার নাম লিখেছেন। আর একটি ছোট পুতুলের টুপিতে লিখেছেন ছেলের নাম ‘অহান’।
advertisement
6/6
রোহিত শর্মার ‘অহান’ নামের অর্থ ভোর বা সূর্যদয়। ছেলের জন্মের ১৫ দিন পর তার নাম প্রকাশ্যে আনলেন রীতিকা। ফের শুভেচ্ছা জোয়ারে ভাসছেন রোহিত-রীতিকা।
রোহিত শর্মার ‘অহান’ নামের অর্থ ভোর বা সূর্যদয়। ছেলের জন্মের ১৫ দিন পর তার নাম প্রকাশ্যে আনলেন রীতিকা। ফের শুভেচ্ছা জোয়ারে ভাসছেন রোহিত-রীতিকা।
advertisement
advertisement
advertisement