Mirror For Home Decor: বাড়বে সৌন্দর্য, কাজেও লাগবে! প্রয়োজন অনুযায়ী বাড়িতে কী ধরনের আয়না লাগাবেন জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
আয়নার সঠিক ব্যবহার আমাদের ঘরের সৌন্দর্যকেও অনেকটাই বাড়িয়ে তুলতে পারে।
#কলকাতা: আমরা চলতে-ফিরতে যে কোনও সময়ে, সে সচেতন মনেই হোক কী নিজের অজান্তে, কখনও না কখনও একবারের জন্য হলেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখে নিই৷ তবে আমাদের বাহ্যিকভাবে দেখতেই শুধু আয়নার উপযোগিতা সীমাবদ্ধ নয়। আয়না একদিকে যেমন নিজেদের সাজিয়ে তুলতে সাহায্য করে, ঠিক তেমনই আয়নার সঠিক ব্যবহার আমাদের ঘরের সৌন্দর্যকেও অনেকটাই বাড়িয়ে তুলতে পারে।
আরও পড়ুন- মেঝেতে জলের মধ্যে মাছ কিলবিল করছে! এ আবার কেমন রেস্তোরাঁ ! দেখুন ভাইরাল ভিডিও
যে কোনও বাড়িতে আয়নার বড় ভূমিকা রয়েছে। ঘর ছোট হোক বা বড় কিংবা সাজানো হোক বা অগোছালো, সঠিক মাপের একটি আয়নার সঠিক অবস্থান পুরো ঘরের ‘লুক’ বদলে দিতে পারে৷ এমন নয় যে তা শুধুই ঘরের সৌন্দর্য বাড়ানোর কাজে আসবে। আয়নার যা আসল কাজ, আমাদের অবয়ব প্রতিফলিত করা দরকারে, সেই উদ্দেশ্যও সাধিত হবে। কী ভাবে?
advertisement
বাথরুম আয়না
advertisement
আমাদের রোজকার জীবনে বাথরুমের আয়না খুবই জরুরি। কারণ প্রত্যেকেই আমরা মুখ ধোয়া এবং দাঁত মাজার সময় আয়নায় নিজেদের দেখে থাকি। তাই এটি শুধু শোভাবর্ধনের জন্য নয়, নিজেদের কাজের জন্যও খুবই দরকারি।
প্রবেশপথের আয়না
মানানসই পোশাকের সঙ্গে মেক আপ করে বেরোবার আগে আমরা 'ফিনিশিং টাচ' দিতে একবার অন্তত আয়নার দিকে তাকাই। আর এক্ষেত্রে বাড়িতে প্রবেশপথে আয়নার বিকল্প আর কিছু হতে পারে না।
advertisement
সম্পূর্ণ দৈর্ঘ্যের আয়না
বেডরুমে একটি সম্পূর্ণ দৈর্ঘ্যের আয়না রাখলে আমাদের খুবই দরকারে লাগে। সম্পূর্ণ দৈর্ঘ্যের আয়নায় আমরা নিজেদের খুব ভালো করে খুঁটিতে দেখতে পারি৷ নিজের পুরো অবয়ব দেখতে পেলে আমরা সন্তুষ্ট হই।
পকেট আয়না
এই ধরনের আয়নাগুলি খুবই দরকারি কারণ তাড়াহুড়োর সময় হাতের কাছে পকেট আয়না থাকলে আমাদের সাজগোজ করতে বেশ সুবিধা হয়।
advertisement
ভ্যানিটি আয়না
ভ্যাটিনি আয়না আমাদের অবশ্যই প্রয়োজন। আর সেই আয়নার সঙ্গে যদি আলো যুক্ত থাকে তাহলে দৈনন্দিন জীবনের সাজগোজ করতে আরো সুবিধা হয়।
হেলান দেওয়া আয়না
ঘরের মধ্যে একটি হেলান দেওয়া আয়না যেন ঘরের সৌন্দর্য্যই বাড়িয়ে দেয়। পাশাপাশি সম্পূর্ণ দৈর্ঘ্যের আয়না হওয়ায় এবং বেশ স্মার্ট ফটো তোলার জন্য উপযোগী হওয়ায় আজকাল এটি সকলেরই পছন্দের তালিকায় রয়েছে।
advertisement
সিলিং আয়না
যদি খুব শৌখিন জিনিস পছন্দ হয় তাহলে বেডরুমের সিলিংয়ে আয়না লাগানো যায়। যা নিঃসন্দেহে বেডরুমের শোভা বাড়িয়ে তুলবে।
view commentsLocation :
First Published :
November 13, 2021 11:39 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mirror For Home Decor: বাড়বে সৌন্দর্য, কাজেও লাগবে! প্রয়োজন অনুযায়ী বাড়িতে কী ধরনের আয়না লাগাবেন জেনে নিন