Ganpati Bappa Moriya Meaning: শুভ গণেশ চতুর্থী: গণপতি বাপ্পা মোরিয়া! জানেন, কী অর্থ এই 'মোরিয়া' শব্দের!

Last Updated:

Ganesh Chaturthi 2022: শুধু অবাঙালিরা নন, বাঙালিরাও এই ‘মোরিয়া’ শব্দটির সঙ্গে খুবই পরিচিত। কিন্তু মোরিয়া শব্দের অর্থ কী?

Ganesh Puja: ৩১ অগাস্ট বুধবার, দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বিশেষ করে পশ্চিম ভারতে গণেশ পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। শুধু নিজেদের বাড়ির পুজোই নয়, ঘটা করে সর্বত্রই আয়োজিত হয় গণপতির পুজো। করোনা অতিমারীর কারণে মহারাষ্ট্র সহ দেশের অন্যত্র গত দুই বছর গণেশ চতুর্থীর জাঁকজমক অনেকটাই কম ছিল। ভিড় এড়াতে অনেক পুজো কর্তৃপক্ষই অনলাইনে প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছিল। তবে এবছর চেনা ছন্দে ফিরেছে মহারাষ্ট্র। সিদ্ধি বিনায়কের পুজোর উন্মাদনা এবার তুঙ্গে।
গণেশ পুজোয় প্রায় সকলের মুখেই শোনা যায় ‘গণপতি বাপ্পা মোরিয়া’ বলেন। শুধু অবাঙালিরা নন, বাঙালিরাও এই ‘মোরিয়া’ শব্দটির সঙ্গে খুবই পরিচিত। কিন্তু মোরিয়া শব্দের অর্থ কী? কাহিনি অনুযায়ী, চতুর্দশ শতকে পুনের চিঞ্চওয়াড়েতে মোরিয়া গোসাবি নামে এক ভক্ত ছিলেন। তিনি কর্ণাটকের শালিগ্রামের বাসিন্দা হলেও পরে পুনের চিঞ্চওয়াড়ে গিয়ে বসবাস শুরু করেন ওই ব্যক্তি।
advertisement
advertisement
নিজের কোনও কাজে অনুতপ্ত হয়ে নিজেকে শাস্তি দিতে পুনেতে গণেশ বন্দনা শুরু করেছিলেন তিনি। সিদ্ধি, শ্রী চিন্তামণি গিয়ে গণেশ দর্শন করেছিলেন তিনি। গণেশ পুজো উপলক্ষ্যে তাঁর ছেলে একটি মন্দিরও গড়ে তুলেছিলেন। আহমেদাবাদের সিদ্ধি বিনায়কে গিয়েও নাকি একটি মন্দির গড়েছিলেন তিনি। এই ঘটনাটিকেই ভক্ত ও ভগবানের শ্রদ্ধা ও ভক্তির উদাহরণ হিসেবে দেখেন গণেশ ভক্তরা।
advertisement
সেই থেকেই গণপতি বাপ্পার সঙ্গে মোরিয়াকেও সম্মান জানাতে তাঁর নাম উচ্চারণ করা হয়। কাহিনি অনুযায়ী, এই অসাধারণ ভক্তিতে মুগ্ধ হয়ে গণেশ মোরিয়াকে দেখা দিয়ে বর চাইতে বলেন। মোরিয়া গোসাবি প্রার্থনা করেন যাতে গণেশের নামের তাঁর নামও বরাবরের মতো জুড়ে যায়। সেই থেকেই গণপতি বাপ্পা মোরিয়া ধ্বনি গণেশ আরাধনার অংশ।
advertisement
গণেশ পুজো চলে দুই থেকে ‌দশ দিন। এগারো দিনের মাথায় গণেশ বিসর্জন দেওয়া হয়। পশ্চিম ভারতের মতো গণেশ পুজোর উন্মাদনা এখন শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ganpati Bappa Moriya Meaning: শুভ গণেশ চতুর্থী: গণপতি বাপ্পা মোরিয়া! জানেন, কী অর্থ এই 'মোরিয়া' শব্দের!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement