UP CM Yogi Adityanath: উদ্বেগজনক বারাণসীর বন্যা পরিস্থিতি! লাইফ জ্যাকেট পরে ভেলায় চেপে জলে নামলেন যোগী!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Varanasi Flood: শনিবার বারাণসী জেলায় গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। ১১৫ টি গ্রামের ২৮,৪৯৯ জন মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
#বারাণসী: বুধবার বারাণসীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লাইফ জ্যাকেট পরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে র্যাফটিং করেন তিনি। মুখ্যমন্ত্রী বন্যা ত্রাণ শিবিরগুলিও পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন। গঙ্গা এবং বরুণা নদীর জলের উচ্চতা বেড়ে ডুবে গিয়েছে বারাণসীর বিখ্যাত কিছু ঘাট। শহরের বেশ কিছু অংশই বন্যায় ক্ষতির মুখে পড়েছে। শশ্মান ডুবে যাওয়াতে হরিশচন্দ্র এবং মণিকর্ণিকা ঘাটের কাছাকাছি রাস্তায় এবং ছাদে মৃতদেহ দাহ করতে বাধ্য হচ্ছেন মানুষ। তবে গঙ্গার জলস্তর এখন কমছে। বুধবার বিকেল ৪ টে পর্যন্ত নদীর জল হ্রাস পেয়েছে। নদীর জলের উচ্চতা ছিল ৭১.৮২ মিটার।
শনিবার বারাণসী জেলায় গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। ১১৫ টি গ্রামের ২৮,৪৯৯ জন মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
advertisement
#WATCH Uttar Pradesh CM Yogi Adityanath inspects flood-affected areas in Varanasi He will also inspect the flood-relief camps here and distribute the relief material pic.twitter.com/Xj3eiHoPtQ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 31, 2022
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নির্বাচনী এলাকার জনগণের সমস্যার কথা জেনে আধিকারিকদের ত্রাণ শিবিরে থাকা মানুষদের সব ধরনের সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন।
উত্তরপ্রদেশের ২২টি জেলায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২.৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বলে কর্মকর্তারা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত ১,০৭৯ টি গ্রামের মধ্যে ১৫৩ টি গ্রাম রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
advertisement
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের দলগুলিকে উদ্ধারে তৎপর হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
Location :
First Published :
August 31, 2022 7:07 PM IST