Sonia Gandhi's Mother Passes Away: প্রয়াত কংগ্রেস সুপ্রিমো সনিয়া গান্ধির মা! শেষকৃত্য সম্পন্ন হল ইতালিতেই
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Sonia Gandhi's Mother Dies: রাহুল এবং প্রিয়াঙ্কা গত কয়েক বছরে বেশ কয়েকবার তাঁদের দিদার সঙ্গে দেখা করেছেন।
#নয়াদিল্লি: প্রয়াত কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির মা। গত ২৭ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সনিয়া গান্ধির মা পাওলা মাইনো। গতকাল, মঙ্গলবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয় ইতালিতেই। গত সপ্তাহেই মায়ের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন সনিয়া গান্ধি। মেডিকেল চেক-আপের জন্যই মূলত এই বিদেশ ভ্রমণ ছিল তাঁর। সনিয়ার সঙ্গেই গিয়েছিলেন তাঁর পুত্র রাহুল গান্ধি এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধি বঢরা।
সনিয়া গান্ধির মায়ের মৃত্যুর খবর ট্যুইট করেছেন কংগ্রেসের যোগাযোগ বিষয়ক সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। "শ্রীমতি সনিয়া গান্ধির মা, পাওলা মাইনো, শনিবার ২৭ অগাস্ট ইতালিতে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন। গতকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে," লিখেছেন জয়রাম রমেশ।
advertisement
advertisement
Smt. Sonia Gandhi’s mother, Mrs. Paola Maino passed away at her home in Italy on Saturday the 27th August, 2022. The funeral took place yesterday.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 31, 2022
advertisement
রাহুল এবং প্রিয়াঙ্কা গত কয়েক বছরে বেশ কয়েকবার তাঁদের দিদার সঙ্গে দেখা করেছেন। ২০২০ সালে যখন রাহুল গান্ধি তাঁর ঘন ঘন বিদেশ সফরের জন্য সমালোচনার সম্মুখীন হন, দল জানিয়েছিল তিনি তাঁর ‘অসুস্থ আত্মীয়’র সঙ্গে দেখা করতেই ইতালিতে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 5:47 PM IST

