Viral Video: কুমিরের দাঁতের ফাঁকে আটকে জেব্রার মাথা,রোমহর্ষক লড়াই, তার পর যা হল, চোখ কপালে উঠবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যা দেখে নেটিজেনরা বিস্ময়ে স্তব্ধ! একটি জেব্রা এবং কুমিরের বেঁচে থাকার যুদ্ধ
জীবনের প্রতিটা পরতে কত না চমক! কোন বাঁকে যে মৃত্যু ওঁত পেতে বসে আছে, কেউ জানে না! কখন জীবন মৃত্যু মুখোমুখি দাঁড়াবে তা আগে থেকে আঁচ করা সম্ভব নয়! এই যেমন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যা দেখে নেটিজেনরা বিস্ময়ে স্তব্ধ! একটি জেব্রা এবং কুমিরের বেঁচে থাকার যুদ্ধ! এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওটিতে ফুটে উঠেছে রোমহর্ষক এনকাউন্টারের মুহূর্ত। কী ঘটেছে? ভিডিওতে দেখা যায়, কুমিরের কড়াল দাঁতের কামড়ে আটকে একটা অসহায় জেব্রা। প্রাণপন চেষ্টা করছে বেঁচে ফেরার! কিন্তু শত্রুর শক্তিশালী চোয়ালের অসীম জোর! কিছুতেই পার পাচ্ছে না জেব্রা টা! ছটফট করছে, প্রাণ বাঁচাতে মরিয়া! নেটিজেনা নিশ্চিত, এবার বুঝি ঝিমিয়ে পড়বে জেব্রা! আস্তে আস্তে বার হয়ে আসবে প্রাণটুকু!
সবাইকে চমকে দিয়ে হঠাৎই ঘুরে গেল ঘটনার মোড়! কথায় বলে না, জীবন মৃত্যু আঁচ করা সম্ভব নয়! এক্ষেত্রেও তেমন হল! আচমকাই কুমিড়ের মুখে কামড় বসাল জেব্রা! মুহূর্তের অসাবধনতায় শিথিল হয়ে গেল কুমিড়ের কামড়! আর এক লহমাও নষ্ট না করে নিজের সবটুকু শক্তি এক করে কুমিড়ের মুখ থেকে নিজেকে বাঁচিয়ে নদীর কিণারে চলে এল জেব্রাটি।
advertisement
দেখুন ভিডিওটি,
advertisement
That zebra bit the damn croc pic.twitter.com/EcUCNHTv11
— Nature is Amazing (@AMAZlNGNATURE) January 8, 2025
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল ভিডিওটি, ভিউ ছাড়িয়েছে ১৫ লাখেরও বেশি। নেটিজেনরা জেব্রার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। কেউ বলছেন,’কখনও হাল ছেড়ো না!’ কারও বা মন্তব্য, ”বেঁচে থাকার ইচ্ছা প্রতিটি জীবের মধ্যে রয়েছে।”
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2025 1:33 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: কুমিরের দাঁতের ফাঁকে আটকে জেব্রার মাথা,রোমহর্ষক লড়াই, তার পর যা হল, চোখ কপালে উঠবে