‘দয়া করে মদ্যপ অবস্থায় বিয়েবাড়ি আসবেন না...’, আমন্ত্রণ পত্রে অভিনব বার্তা দেখে কী প্রতিক্রিয়া দিচ্ছে নেটদুনিয়া?

Last Updated:

Viral Wedding Card: গত ১০ ​​এপ্রিল তারিখে ছিল বিয়ে। আর তার জন্যই সেই আমন্ত্রণ পত্র। যেখানে ছিল রাধা-কৃষ্ণের ছবি।

‘দয়া করে মদ্যপ অবস্থায় বিয়েবাড়ি আসবেন না...’, আমন্ত্রণ পত্রে অভিনব বার্তা দেখে কী প্রতিক্রিয়া দিচ্ছে নেটদুনিয়া?
‘দয়া করে মদ্যপ অবস্থায় বিয়েবাড়ি আসবেন না...’, আমন্ত্রণ পত্রে অভিনব বার্তা দেখে কী প্রতিক্রিয়া দিচ্ছে নেটদুনিয়া?
জয়পুর: কথায় বলে, বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং! অর্থাৎ ভারতীয় বিবাহ সাধারণত ধুমধাম করে খুবই আড়ম্বরের সঙ্গে সম্পন্ন হয়। সেই সঙ্গে থাকে দেখনদারির বিষয়টাও। আসলে আমাদের দেশে বিয়ের অনুষ্ঠান যেন একটা বড়সড় উৎসব! ফলে এর তোড়জোড় শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। স্বাভাবিক ভাবেই বিয়ের কেনাকাটা এবং প্রস্তুতির জন্য অর্থ সঞ্চয় করার প্রক্রিয়াও অনেক আগে থেকেই শুরু হয়।
তবে আগেকার দিনে বিয়ের কার্ড বা নিমন্ত্রণ পত্রের বিষয়টাকে কেউ তেমন গুরুত্ব দিতেন না। প্রাচীনকালে আমন্ত্রণ পত্রগুলি সাধারণত কাপড়ের উপর ছাপা হত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রীতিতে আসে পরিবর্তন। ফলে আমন্ত্রণ পত্র কাগজের কার্ডেই ছাপা হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে বিয়ের কার্ডও হয়েছে কেতাদুরস্ত এবং তাতে বেশ আধুনিকতার ছাপ দেখা যাচ্ছে। ফলে বর্তমান সময়ে বিয়ের কার্ডে অনন্যতার ছোঁয়া আনতে তৎপর সকলেই। অনেক সময়ই এমন অনন্য কার্ড সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়।
advertisement
advertisement
advertisement
সম্প্রতি লোকসভা নির্বাচনের প্রাক্কালে অনেকেই নিজেদের বিয়ের কার্ডে ভোট দেওয়ার আর্জি জানিয়েছিলেন। শুধু তা-ই নয়, বেশ কিছু মানুষ আবার নিজেদের বিয়ের কার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিও ছাপিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে একটি অভিনব বিয়ের কার্ডের কথা প্রকাশ্যে এসেছ। এর সঙ্গে অবশ্য লোকসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তা সত্ত্বেও কার্ডটি বেশ ভাইরাল।
advertisement
ভাইরাল হওয়া কার্ডে কী লেখা ছিল?
গত ১০ ​​এপ্রিল তারিখে ছিল বিয়ে। আর তার জন্যই সেই আমন্ত্রণ পত্র। যেখানে ছিল রাধা-কৃষ্ণের ছবি। আর আমন্ত্রণ পত্রটি পাঠানো হয়েছিল পঙ্কজ নামে এক ব্যক্তির কাছে। কিন্তু কার্ডের নিচের দিকে সমস্ত প্রাপকের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা লেখা ছিল, যেটি সকলের নজর কেড়েছে। কিন্তু কী সেই বার্তা? ওই আমন্ত্রণ পত্রে লেখা ছিল, ‘দয়া করে মদ্যপান করে বিয়ের অনুষ্ঠানে আসবেন না’। আসলে প্রায়শই অনেকে মদ্যপান করে রীতিমতো মাতাল হয়ে বিয়েবাড়ি এসে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করেন। আর এহেন গোলযোগ রুখতেই এই বার্তাটি ছাপানো হয়েছে।
advertisement
নেটিজেনদের প্রতিক্রিয়া:
বিয়ের কার্ডে লেখা ওই বার্তাটি পড়ার পর তা নিয়ে নানা মত প্রকাশ করছেন নেটিজেনরা। অনেকেই এই বার্তাটিকে সঠিক বলে মনে করেছেন। একজন লিখেছেন, “কিছু মানুষ মদ্যপান করে বিয়েতে হই-হট্টগোল করে। এতে বিয়ের আনন্দ মাটি হয়ে যায়। এই ধরনের মানুষদের বিয়েতে যোগ দেওয়াই উচিত নয়।” আবার একজন লিখেছেন যে, “সাধারণত শুধুমাত্র বরযাত্রীরাই এমনটা করে থাকেন। অথচ কনেপক্ষ ভয়ে প্রতিবাদ করতে পারে না।” তবে কিছু নেটিজেন নির্লজ্জ ভাবে প্রশ্ন করছেন, “তাহলে মদ্যপান করে যেতে হবে না? মনে হচ্ছে, ওখানেই মদটা পাওয়া যাবে!”
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘দয়া করে মদ্যপ অবস্থায় বিয়েবাড়ি আসবেন না...’, আমন্ত্রণ পত্রে অভিনব বার্তা দেখে কী প্রতিক্রিয়া দিচ্ছে নেটদুনিয়া?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement