Viral Video : দেরিতে খাবার সরবরাহ! জোমাটো ডেলিভারি বয়কে আরতি করে স্বাগত জানালেন দিল্লিতে, হু হু করে ভাইরাল ভিডিও
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Viral Video : মজার ভাইরাল ভিডিওতে একজন ব্যক্তিকে 'আরতির থালি' দিয়ে একজন ডেলিভারী বয়কে স্বাগত জানাতে দেখা যায়, অবাক নেটদুনিয়া
#দিল্লি: উৎসবের মরশুমে ঘটে একাধিক ঘটনা। যা দেখে আপনিও তাজ্জব হয়ে যাবেন। এই সময়ে এত ট্রাফিক থাকে যে মধ্যে সময়মতো খাবার সরবরাহ করা বেশ কাজ। ক্রমবর্ধমান ট্র্যাফিক এবং চাহিদা বৃদ্ধির ফলে ডেলিভারি এজেন্টদের দেরি করার প্রবণতা বাড়ছে, তা বোঝেন সাধারণ মানুষ।
একটি নতুন মজার ভাইরাল ভিডিওতে একজন ব্যক্তিকে 'আরতির থালি' দিয়ে একজন ডেলিভারী বয়কে স্বাগত জানাতে দেখা যায়, যিনি প্রায় এক ঘন্টা দেরি করেছিলেন। এই পুরো ঘটনার ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সঞ্জীব কুমার নামে এক ব্যবহারকারী।
advertisement
advertisement
ভিডিওটি শুরু হয়েছিল যেখানে একজন জোমাটো এজেন্ট মিস্টার কুমারের দোরগোড়ার দিকে হেঁটে চলেছেন। অন্যদিকে দিল্লির লোকটিকে ডেলিভারি এক্সিকিউটিভের জন্য 'আরতির থালি' নিয়ে তাঁর বাড়ির দরজায় অপেক্ষা করতে দেখা যায়।
advertisement
সঞ্জিব কুমার ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ৪.৮ মিলিয়ন ভিউজ ছিল, আর লাইক পড়েছে ৪২৮হাজার। ক্য়াপশনে লেখা ছিল, “দিল্লির ট্রাফিক থাকা সত্ত্বেও আপনার অর্ডার পাচ্ছি। জোমাটোকে ধন্যবাদ”। কমেন্টে ঝড় বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, কুমার শানুর গানের বোলে, "আইয়ে আপকা জাররত থা"।
Location :
First Published :
October 10, 2022 8:54 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : দেরিতে খাবার সরবরাহ! জোমাটো ডেলিভারি বয়কে আরতি করে স্বাগত জানালেন দিল্লিতে, হু হু করে ভাইরাল ভিডিও