Viral Video: জালে মাছ ধরছিলেন মহিলা! হঠাৎ করে একী হয়ে গেল! শেষটা না দেখলে বড় মিস করবেন

Last Updated:

Viral Video: এই ভিডিও দেখলে বুঝবেন কী থেকে কী ঘটে যেতে পারে! কোথা থেকে মাছের জালে এ কী এসে পড়ল? শেষটা মিস করলেই সব মিস হয়ে যাবে!

কলকাতা: বর্তমানে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে একটা জিনিস সকলেই চিনে গেছে! আর তা হল ভাইরাল ভিডিও! এই ভাইরাল শব্দটা আসার পর থেকে আমাদের জীবনও কিন্তু অনেকটাই বদলে গেছে! ভেবে দেখলে আগে ক’জন ক্যামেরায় নিজের ভিডিও বা অন্য ভিডিও করতেন? হাতে গোনা কয়েকজন! করতেন না তার কারণ ভিডিও পোস্ট করার কোনও মাধ্যম ছিল না! কিন্তু আজকাল সবার হাতে স্মার্টফোন! এক ক্লিকেই পোস্ট করা যায়! ছড়িয়ে দেওয়া যায় সকলের মধ্যে! আর তাই পৃথিবীর এক কোণের ভিডিও পৌঁছে যায় আরেক প্রান্তে! সম্প্রতি তেমন এক ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে!
সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছেন নদীর ধারে! সেখানে এক মহিলা মাছ ধরছেন। ছোট জাল নদীতে ফেলে চিংড়ি মাছ ধরছেন সেই মহিলা! আর সেই মাছ ধরা দেখতে খুব আগ্রহ দেখাচ্ছেন স্বামী স্ত্রী! এই পর্যন্ত ঠিক ছিল!
advertisement
advertisement
ভদ্রলোক আবার গোটা বিষয়টা ভিডিও করছিলেন। আর সেই ভিডিওর শেষে এমন জিনিস সামনে এল যা না দেখলেই বড় মিস করবেন!
ভিডিওতে দেখা যাচ্ছে মাছ ধরা চলছে। মাছ ধরছিলেন যে মহিলা সে হাতে করে দেখাতে যাবেন কী মাছ উঠেছে আর সেই মুহূর্তেই ঘটে গেল মহা কাণ্ড! হঠাৎ করে কে যেন একটা গড়িয়ে সোজা জলে! যিনি ভিডিও করছিলেন তিনি চিৎকার করে বলে উঠলেন, ‘গেল গেল পাগল বউ কী যে করে!’ ততক্ষণে তার স্ত্রী পিছলে গিয়ে নদীর জলে চিৎপাত! এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হয়েছে ভ্লগার রানু নামের পেগ থেকে! আসতেই কয়েক লক্ষ ভিউ হয়েছে। কয়েক লক্ষ মানুষ শেয়ার করেছেন!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: জালে মাছ ধরছিলেন মহিলা! হঠাৎ করে একী হয়ে গেল! শেষটা না দেখলে বড় মিস করবেন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement