Viral Video: বিয়েবাড়ির সাজে মাথায় ফুলের মালা, পরণে শিফন শাড়ি, কিন্তু Blouse-র জায়গায় এ কী, সুপার ভাইরাল ভিডিও

Last Updated:

দেখে নিন বিয়েবাড়ির (Wedding) জন্য মেহেন্দি ব্লাউজের (Blouse) ভাইরাল ভিডিও (Viral Video)৷ তিনি দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস (Flying Kiss) দিচ্ছেন৷

Viral Video: woman not wearing any blouse under chiffon sari drawig heena mehendi over breast - Photo Courtesy-Instagram/Video Grab
Viral Video: woman not wearing any blouse under chiffon sari drawig heena mehendi over breast - Photo Courtesy-Instagram/Video Grab
#কলকাতা: এখন জোরদার বিয়েবাড়ির (Wedding) মরশুম চলছে৷ আর বিয়েবাড়ির সাজ মানেই একটু চোখে পড়ার চেষ্টা৷ আর পাঁচজনের বিয়েবাড়ির সাজের থেকে একটু আলাদা হবে সাজ এমন ইচ্ছে সকলেরই থাকে৷ বিশেষত মহিলারা এই সময় একটু বেশিই নজরে থাকতে চেষ্টা করেন৷ তা বলে এক মহিলা এখন ইন্টারনেটে ভাইরাল তাঁর বিয়েবাড়ির ব্লাউজের জন্য! তিনি বিয়েবাড়িতে সাদা শিফনের শাড়ির নিচে কোনও ব্লাউজই পরেননি! থুড়ি পরেছেন নয় , তিনি মেহেন্দি এঁকেছেন ব্লাউজের (Blouse) জায়গায়৷ তাও বেশ খোলামেলা ডিজাইনের মেহেন্দি ব্লাউজ (Mehendi Blouse)৷ স্বাভাবিকভাবেই সেই ব্লাউজ দেখার নেটিজেনরা হামলে পড়েছেন, আর তা হয়ে গেছে ভাইরাল ভিডিও (Viral Video)৷
মেহেন্দির ব্লাউজ (Mehendi Blouse) পরা শিফন শাড়ির মধ্যে, এই ভিডিওটি মাত্র ৭ সেকেন্ডের কিন্তু তাতে কি নেটিজেনরা একে বারবার দেখে ও শেয়ার করে এটিকে ভাইরাল ভিডিও (Viral Video) বানিয়ে দিয়েছেন৷
advertisement
advertisement
সাত সেকেন্ডের এই ভিডিও ফেসবুকে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়ে যায়৷ কিছুক্ষণের মধ্যেই ৫০ লক্ষ মানুষ এই ভিডিও দেখে নেন৷ ইনস্টাগ্রামে thanos_jatt নামের অ্যাকাউন্ট থেকে সবার আগে এই ভিডিওটি শেয়ার করা হয়৷ সেখানেও প্রচুর মানুষ এতে রিঅ্যাকশন দিয়ে এটিকে ভাইরাল ভিডিও বানিয়ে দিয়েছেন৷ শিফন শাড়ির নিচে ব্লাউজ না পরে এইরকম অভিনব ভাবে মেহেন্দি ব্লাউজ পরেছেন৷ মাথায় ফুলের মালা, সাদা রঙের লখনউ চিকনের শিফন শাড়ি পরে একেবারে বিয়েবাড়ির জন্য আলাদা রকমের সেজেছেন মহিলা৷ দেখে নিন বিয়েবাড়ির  (Wedding) জন্য মেহেন্দি ব্লাউজের (Blouse) ভাইরাল ভিডিও (Viral Video)৷ তিনি দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস (Flying Kiss) দিচ্ছেন৷
advertisement
View this post on Instagram

A post shared by Thanos (@thanos_jatt)

advertisement
ভাইরাল ভিডিওতে (Viral Video) প্রথমে মহিলাকে পিছন থেকে দেখা যাচ্ছে৷ দারুণ সুন্দর মেহেন্দি দিয়ে আঁকা ব্লাউজের (Blouse) ডিজাইন৷ এর মধ্যে আস্তে আস্তে তিনি সামনে ফিরছেন এবং লাস্যময়ী চলার ধাঁচটিও দারুণ৷ এরপর তিনি দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস (Flying Kiss) দিচ্ছেন৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়েবাড়ির সাজে মাথায় ফুলের মালা, পরণে শিফন শাড়ি, কিন্তু Blouse-র জায়গায় এ কী, সুপার ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement