Viral Video: প্রথম দেখাতেই প্রেম! নিজের বিছানার চাদরকে বিয়ে মহিলার, দেখুন ভিডিও

Last Updated:

Viral Video: নিজের বিছানার চাদরকে ভালবেসে শেষে সেই লেপকেই বিয়ে করে নিলেন এক যুবতী। জানা গিয়েছে, ওই তরুণীর বয়ফ্রেন্ড রয়েছেন।

চাদরকে বিয়ে মহিলার (ফোটো Twitter/@abdullahciftcib)
চাদরকে বিয়ে মহিলার (ফোটো Twitter/@abdullahciftcib)
Viral Video: প্রেম অন্ধ হয়, এ কথা আগেও অনেকবার শোনা গিয়েছিল। কিন্তু তাই বলে এমন যে হতে পারে, তা বোধহয় আগে কেউ শোনেননি। নিজের বিছানার চাদরকে ভালবেসে শেষে সেই লেপকেই বিয়ে করে নিলেন এক যুবতী। জানা গিয়েছে, ওই তরুণীর বয়ফ্রেন্ড রয়েছেন। তবুও নিজের বিছানার চাদরের প্রেমেই মগ্ন তিনি।
ওই মহিলার দাবি, তাঁর বয়ফ্রেন্ডের নাম জনি। কিন্তু তাঁর বয়ফ্রেন্ডের বিষয়টি নিয়ে কোনও আপত্তি নেই। এমনকী নিজের বয়ফ্রেন্ডের সঙ্গেও পছন্দের চাদর ভাগাভাগি করতে পিছপা হননি ওই তরুণী।
advertisement
ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের বাসিন্দা প্যাস্কেল সেলিক ২০১৯ সালে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিয়ে করেন নিজের বিছানার চাদরকে। সব থেকে অবাক করে দেওয়ার বিষয় হল, মহিলার যখন এই অদ্ভুত বিয়ে করেছিলেন, তখন তিনি তাঁর পরিবার এবং বন্ধুদেরও সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি তাঁর প্রেমিকও এই বিয়েতে হাজির হয়েছিলেন।
advertisement
এক সাক্ষাৎকারে ওই মহিলা জানিয়েছেন, সুখী হওয়ার জন্য কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্কের প্রয়োজন নেই। এই বিয়ে নিয়ে তাঁর প্রেমিক কোনও আপত্তি জানাননি। ওই মহিলা আরও জানান, তিনি যখন পরে তাঁর বয়ফ্রেন্ডকে বিয়ে করবেন, তখন এই চাদরও তাঁদের সঙ্গে থাকবে। অর্থাৎ কোনও মতেই তিনি এই চাদর হাতছাড়া করবেন না।
advertisement
তবে ওই মহিলার কীর্তি গোটা নেটদুনিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরাও হাসিঠাট্টায় মেতে ওঠেন। অনেকেই বলেন, এ টা কী করে সম্ভব। অনেকে এও দাবি করেন যে, ওই যুবতী প্রচার পাওয়ার জন্য এমন করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: প্রথম দেখাতেই প্রেম! নিজের বিছানার চাদরকে বিয়ে মহিলার, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement