Viral Video: পাত্র-পাত্রীর ছবি তুলতে গিয়ে মহিলা ফটোগ্রাফার একের পর এক ডিগবাজি খেয়ে পড়লেন! ভেস্তে গেল সব! হুহু করে ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: মহিলা ফটোগ্রাফারের কাণ্ড দেখলে আপনি সত্যিই সোজা হয়ে দাঁড়াতে পারবেন না! কেন ভাবছেন তো? নিজেই দেখুন ভাইরাল ভিডিওতে

#কেপ টাউন:  এই ভিডিও দেখলে আপনার হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে! এমনটাও হয়! সোশ্যাল মিডিয়ায় যে কী কী ভাইরাল হয় তার ইয়ত্তা নেই! আজ রাণু মন্ডল ভাইরাল হচ্ছেন তো কাল বাদাম কাকু! আজ বিয়ের কনে ভাইরাল তো কাল বর ভাইরাল। তবে এই ভিডিও ছাপিয়ে যাবে সব ভাইরালকে। ভাবতেও পারবেন না এমনটা কী করে হল! ঘটনাটা সাউথ আফ্রিকার!
বোনের বিয়ে হবে। কিন্তু তার আগে দরকার বিয়ের প্রস্তাব দেওয়ার। অনেক দিন ধরেই এক পুরুষের সঙ্গে ডেটিং করছেন মহিলা। এবার তাঁরা ঠিক করেন বিয়ে করবেন। কিন্তু তার আগে একটা জমাটি প্রস্তাব পর্ব এবং ফটোশ্যুট না হলে কী আর জমে! যেমন ভাবা তেমন কাজ। সমুদ্রের ধারে পাত্র বিয়ের প্রস্তাব দেবে পাত্রীকে। খুব ভালো কথা! এবার দরকার একজন ফটোগ্রাফার। বাড়িতেই লোক থাকতে আর বাইরে কেন খোঁজা? পাত্রীর বোন ছবি তুলতে ভালোবাসেন। পেশায় ফটোগ্রাফার। তাঁকেই দেওয়া হল প্রপোসাল অনুষ্ঠানের ছবি তোলার দায়িত্ব!
advertisement
View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
advertisement
সেই মতো তিন জনে মিলে পৌঁছে গেলেন সমুদ্রের ধারে। ক্যামেরা নিয়ে রেডি বোন। প্রথমেই একে অপরকে আলিঙ্গন করলেন যুবক-যুবতী। তারপর আংটি বের করে বিয়ের প্রস্তাব জানালেন প্রেমিকাকে। প্রেমিকা তো আনন্দে আত্মহারা। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেন হবু বরকে। এই পর্যন্ত তো সব ঠিক আছে। কিন্তু ফটোগ্রাফার বোন গেলেন কোথায়? পিছনে যা ঘটে যাচ্ছিল, তা মাথা খারাপ করে দেবে! আসলে তিনি এই গোটা ঘটনার একটিও ছবি তুলতে পারেননি।
advertisement
পারবেনই বা কী করে! পাত্রীর বোন সামান্য স্থুলকায়। সে ক্যামেরা হাতে সমুদ্রের ধারে তো গেলেন, কিন্তু ছবি তোলা আর হল না! কেন হল না জানেন? ওই যুবতী ছবি তুলবেন বলে যেই না ক্যামেরা তাক করেছেন, সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে পড়ে গেলেন বালিতে। এখানেই শেষ নয়। ফের ওঠার চেষ্টা করলেন, অর্ধেক শরীর তুলে ক্যামেরা তাক করার চেষ্টা করতেই ফের পাল্টি। এই ভাবে শুকনো মাটিতে তিনবার ডিগবাজি খেয়ে গেলেন যুবতী। বুঝুন কাণ্ড! ছবি আর হবে কোথা থেকে! অথচ প্রেমিক যুগলের কিন্তু খেয়াল নেই সেদিকে। এই দারুণ মজার ভিডিওটি সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: পাত্র-পাত্রীর ছবি তুলতে গিয়ে মহিলা ফটোগ্রাফার একের পর এক ডিগবাজি খেয়ে পড়লেন! ভেস্তে গেল সব! হুহু করে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement