#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় রোজ কত কিছুই না ভাইরাল হয়। কিন্তু সম্প্রতি এমন এক ভিডিও নেটিজেনের নজর কেড়েছে যা দেখে শিউরে উঠছেন সকলে। ভিডিওটিতে দেখা গিয়েছে, সমুদ্রের তীরে যেন দৌড়ে বেড়াচ্ছে ছোট ছোট ডাইনোসর। ভাবতে পারছেন? কোথায় এমন দেখা গেল? ট্যুইটারে বুটেনগেবাইডেন নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। সঙ্গে ক্যাপশন রয়েছে, 'এটা দেখে খানিক থমকে গিয়েছিলাম।' (Viral Video)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে যে প্রাণীগুলিকে দেখা যাচ্ছে, তা ঠিক যেন ছোট ছোট ডাইনোসর, জলের উপর দিয়ে চলে যাচ্ছে। ১৪ সেকেন্ডের এই ভিডিও দেখে নেটিজেন যেমন অবাক তেমনই স্তম্ভিত। তাঁদের প্রশ্ন, সত্যিই কি যা ভাবা হচ্ছে সেটাই রয়েছে নাকি এটা চোখের ভুল? তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে সেগুলি আসলে কী। যদিও ভিডিওটি কোথাকার, তা স্পষ্টভাবে জানা যায়নি।
আরও পড়ুন: ভরসন্ধ্যায় সিগন্যালে দাঁড়ানো গাড়ি ঘিরে এলোপাথাড়ি গুলি! ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
This took me a few seconds.. 😅 pic.twitter.com/dPpTAUeIZ8
— Buitengebieden (@buitengebieden) May 4, 2022
আরও পড়ুন: ইয়ামি গৌতম না 'বস লেডি'? নতুন ছবিতে কুপোকাত ভক্তরা
এই ধরনের প্রাণীগুলিকে বলা হয় কোটিস বা কোটিমুন্ডিস। দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায় এই বিশেষ ধরনের স্তন্যপায়ী প্রাণীদের। মধ্য আমেরিকা, মেক্সিকো ও আমেরিকার দক্ষিণ-পশ্চিমেও এগুলির দেখা মেলে। ব্রাজিলের টুপিয়ান ভাষা থেকে এগুলির এমন নামকরণ হয়েছে। ট্যুইটারেই এক ইউজার এই গোটা বিষয়টি জানিয়েছেন। তার ফলে বিভ্রান্তি দূর হয়েছে নেটিজেনের।
কোটিস অনেকটা ভালুকের মতো আচরণের। পায়ের পাতা দেখলে মনে হয় মানুষের পা। এক ট্যুইটার ইউজার লিখেছেন, 'আমার ৯ বছরের ছেলেকে এই ভিডিও দেখানোয় ও বলল, আমরা কি জুরাসিক পার্কের নতুন পার্ট দেখছি?' জুরাসিক যুগের এমন প্রাণীদের আচমকা সোশ্যাল মিডিয়ায় 'খুঁজে' পেয়ে দারুণ উচ্ছ্বসিত নেটিজেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dinosaurs, Viral Video