Viral Video: 'মাংস-আলা কই, দু-টুকরা মাংস দিয়ে পলাইছে!' বিয়ে বাড়িতে খেতে বসে এ কী করলেন মহিলা? ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: বিয়ে বাড়িতে খেতে বসেই কাণ্ড ঘটালেন এই মহিলা! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল! দেখলে অবাক হয়ে যাবেন

News18
News18
কলকাতা:  চারিদিকে এখন বিয়ের মরশুম! বলিউড, টলিউডেও চলছে একের পর এক বিয়ের পালা! সাধারণ মানুষও মেতেছেন বিয়েতে! আর বিয়ে মানেই নতুন কিছু! সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল বহু মজার ভিডিও ভাইরাল হতে দেখা যায়! বিয়ের আগে থেকে ভিডিও তো ভাইরাল হয়ই! বিয়ের দিনেও কিন্তু নানা মজার ভিডিও সামনে আসে! বর-কনে থেকে অতিথিদের নানা ভিডিও ভাইরাল হতে দেখা যায়!
সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এমনই এক বিয়ে বাড়ির ভিডিও তুমুল ভাইরাল হয়েছে! তবে বর কনে নয় এবার ভাইরাল হয়েছেন অতিথি! ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ‘বং টিনেজারস’ নামের একটি প্রোফাইল থেকে! তাতে দেখা যাচ্ছে এক মহিলা সেজেগুজে বিয়ে বাড়িতে খেতে বসেছেন! আর খেতে বসেই কাণ্ড ঘটালেন তিনি! ভিডিওতে দেখা যায়, ওই মহিলাকে ভাত আর ডাল পরিবেশন করা হয়! আর ভাতের ওপর ডাল দিতেই ক্ষেপে লাল মহিলা! একেবারে তেড়ে উঠলেন তিনি!
advertisement
advertisement
advertisement
advertisement
ভিডিওতে ওই মহিলা বলছেন, ‘খালি ডাল দিয়েই ভাত খামু নাকি, মাংস কী দিয়ে খামু তাহলে!” এই কথা শুনে ওই বিয়ে বাড়িতে থাকা বাকি সকলেই হেসে ফেলছেন! এমনকি নেটিজেনরাও হেসে খুন! একজন লিখেছেন, “বিয়ে করবো না তাও ভাল, এমন গেস্ট যেন না আসে বিয়েতে!” ওই মহিলাকেই আর একটা ভিডিওতে বলতে দেখা যাচ্ছে “মাংস আলা কই? দু-টুকরো মাংস দিয়ে পলাইছে!” সেই ভিডিওটিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে! নেটিজেনরা বলছেন, ভাইরাল হওয়ার জন্যই এই রকম করে ভিডিও বানান ওই মহিলা! আপাতত তুমুল ভাইরাল মাংস প্রিয় অতিথি!
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: 'মাংস-আলা কই, দু-টুকরা মাংস দিয়ে পলাইছে!' বিয়ে বাড়িতে খেতে বসে এ কী করলেন মহিলা? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement