মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া

Last Updated:
Tara Sutaria and Veer Pahariya Break Up: Filmfare-এর খবর অনুযায়ী তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়া দু’জনেই নাকি ‘চুপচাপ’ তাঁদের সম্পর্ক শেষ করেছেন। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও স্পষ্ট নয় ৷
1/6
মুম্বইয়ে এপি ধিলোঁ-র কনসার্ট ঘিরে শুরু হওয়া সব ভাইরাল মুহূর্তের রেশ কাটতে না কাটতেই নতুন জল্পনা বলিউডে। অভিনেত্রী তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া নাকি এবার সত্যি সত্যি তাঁদের সম্পর্কে ইতি টেনেছেন! (Photo: Instagram)
মুম্বইয়ে এপি ধিলোঁ-র কনসার্ট ঘিরে শুরু হওয়া সব ভাইরাল মুহূর্তের রেশ কাটতে না কাটতেই নতুন জল্পনা বলিউডে। অভিনেত্রী তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া নাকি এবার সত্যি সত্যি তাঁদের সম্পর্কে ইতি টেনেছেন! (Photo: Instagram)
advertisement
2/6
Filmfare-এর খবর অনুযায়ী তারা এবং বীর দু’জনেই নাকি ‘চুপচাপ’ তাঁদের সম্পর্ক শেষ করেছেন। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও স্পষ্ট নয় ৷ (Photo: Instagram)
Filmfare-এর খবর অনুযায়ী তারা এবং বীর দু’জনেই নাকি ‘চুপচাপ’ তাঁদের সম্পর্ক শেষ করেছেন। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও স্পষ্ট নয় ৷ (Photo: Instagram)
advertisement
3/6
দিনকয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী তারা সুতারিয়া ও তাঁর প্রেমিক বীর পাহাড়িয়া। সপ্তাহ দুয়েক আগে মুম্বইয়ে পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর কনসার্ট ছিল। সেখানেই মঞ্চে তারার গালে চুম্বন করেন এপি। যা দেখে নাকি অস্বস্তিতে পড়েন বীর। এমন একটি ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। এর পরেই শুরু হয় তাঁদের বিচ্ছেদ-জল্পনা। (Photo: Instagram)
দিনকয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী তারা সুতারিয়া ও তাঁর প্রেমিক বীর পাহাড়িয়া। সপ্তাহ দুয়েক আগে মুম্বইয়ে পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর কনসার্ট ছিল। সেখানেই মঞ্চে তারার গালে চুম্বন করেন এপি। যা দেখে নাকি অস্বস্তিতে পড়েন বীর। এমন একটি ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। এর পরেই শুরু হয় তাঁদের বিচ্ছেদ-জল্পনা। (Photo: Instagram)
advertisement
4/6
সম্প্রতি এপি ধিলোঁর সঙ্গে একটি মিউজিক ভিডিওয়ে কাজ করেছেন তারা সুতারিয়া। সেই ‘থোড়ি সি দারু’ গানটিই মুম্বইয়ের ওই কনসার্টে মঞ্চে করার সময় হাজির হন তারাও। পর্দার কেমিস্ট্রি মঞ্চে ফুটিয়ে তুলতে অভিনেত্রীর গালে চুম্বন করেন এপি। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, মঞ্চে তারা-এপিকে ঘনিষ্ঠ দেখেই অস্বস্তিতে পড়ে যান বীর। এর পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলের বন্যা। মুখ খোলেন তারাও। গোটা বিষয়টাকে ‘ক্লেভার এডিটিং’ বলেন তিনি ৷ তবে এবার সত্যি সত্যি তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র ৷ (Photo: Instagram)
সম্প্রতি এপি ধিলোঁর সঙ্গে একটি মিউজিক ভিডিওয়ে কাজ করেছেন তারা সুতারিয়া। সেই ‘থোড়ি সি দারু’ গানটিই মুম্বইয়ের ওই কনসার্টে মঞ্চে করার সময় হাজির হন তারাও। পর্দার কেমিস্ট্রি মঞ্চে ফুটিয়ে তুলতে অভিনেত্রীর গালে চুম্বন করেন এপি। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, মঞ্চে তারা-এপিকে ঘনিষ্ঠ দেখেই অস্বস্তিতে পড়ে যান বীর। এর পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলের বন্যা। মুখ খোলেন তারাও। গোটা বিষয়টাকে ‘ক্লেভার এডিটিং’ বলেন তিনি ৷ তবে এবার সত্যি সত্যি তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র ৷ (Photo: Instagram)
advertisement
5/6
মুম্বইয়ের ওই কনসার্টে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে বীরের মুখভঙ্গি ঘিরে শুরু হয় বিশ্লেষণ। নেটিজেনদের একাংশ সেই সময়কে বীরকে দেখে ‘অস্বস্তিতে আছেন’ বলেও চিহ্নিত করেন। (Photo: Instagram)
মুম্বইয়ের ওই কনসার্টে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে বীরের মুখভঙ্গি ঘিরে শুরু হয় বিশ্লেষণ। নেটিজেনদের একাংশ সেই সময়কে বীরকে দেখে ‘অস্বস্তিতে আছেন’ বলেও চিহ্নিত করেন। (Photo: Instagram)
advertisement
6/6
এই ভাইরাল ক্লিপের পরপরই সম্পর্ক ভাঙার খবর ছড়িয়ে পড়ে, আর অনুরাগীরা দুই ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজতে শুরু করেন। যদিও এখনও পর্যন্ত তারা বা বীরের কেউই প্রকাশ্যে বিচ্ছেদের কথা স্বীকার করেননি। (Photo: Instagram)
এই ভাইরাল ক্লিপের পরপরই সম্পর্ক ভাঙার খবর ছড়িয়ে পড়ে, আর অনুরাগীরা দুই ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজতে শুরু করেন। যদিও এখনও পর্যন্ত তারা বা বীরের কেউই প্রকাশ্যে বিচ্ছেদের কথা স্বীকার করেননি। (Photo: Instagram)
advertisement
advertisement
advertisement