সিনেমার পর্দায় নয়, বাস্তবের গডজিলা! হাড় হিম করা ভিডিও দেখলে অবাক হবেন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
weird animal like Godzilla lurk under ocean, video viral : রহস্যময় সমূদ্রের অনেক কিছুই মানুষের অজানা থেকে গিয়েছে ।
#নয়াদিল্লি : মহাকাশের বহু রহস্যের আজও সমাধান হয়নি । মহাকাশের মতই সমূদ্র কিন্তু আজও রহস্যময় । রহস্যময় সমূদ্রের অনেক কিছুই মানুষের অজানা থেকে গিয়েছে । মাঝে মাঝে এখানে এমন কিছু দেখতে পাওয়া যায় যা কল্পনাও করা যায় না ।
সম্প্রতি একটি ভিডিওতে সমূদ্রের এক অদ্ভুত প্রাণীর ছবি ধরা পড়েছে, যা দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় । অদ্ভুত প্রানীটিকে দেখতে অনেকটা গডজিলার মতো । শুধু তফাতটা হল এর আকার অনেক ছোট । এই প্রানীটিকে এর আগে কখনই দেখা যায়নি ।
advertisement
advertisement
প্রাণীটিকে দেখে মনে হচ্ছে এটি হলিউডের কল্পবিজ্ঞানের জগতের কোনও প্রাণী । ভাইরাল হওয়া ভিডিওতে অদ্ভুত প্রাণীটিকে সমুদ্রের গভীরে সাঁতার কাটতে দেখা গিয়েছে। ভিডিওটিতে প্রাণীটিকে দেখার পরই ভয় পেয়ে গিয়েজেন নেটিজেনের একাংশ ।
Mini Godzilla 🐲 pic.twitter.com/2SSekTY5zx
— OddIy Terrifying (@OTerrifying) October 17, 2022
advertisement
ভিডিওটি ট্যুইটারে শেয়ার হওয়া মাত্রই ঝড় তুলেছে নেটিজেনদের মনে । ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, 'মিনি গডজিলা।' মানুষ এই ক্যাপশনটিকে ন্যায্যতা দিয়েছে। এই ভিডিওটি ' ও টেরিফাইয়িং' নামের এক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ।
ভিডিওটি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে নেটিজেনদের । কেউ এই অদ্ভুত প্রানীকে টিকটিকি বলছেন আবার কেউ মিনি গডজিলা নামেই ডাকতে চেয়েছেন এই অদ্ভুত প্রানীটিকে ।
Location :
First Published :
October 23, 2022 8:41 PM IST