সিনেমার পর্দায় নয়, বাস্তবের গডজিলা! হাড় হিম করা ভিডিও দেখলে অবাক হবেন

Last Updated:

weird animal like Godzilla lurk under ocean, video viral : রহস্যময় সমূদ্রের অনেক কিছুই মানুষের অজানা থেকে গিয়েছে ।

#নয়াদিল্লি : মহাকাশের বহু রহস্যের আজও সমাধান হয়নি ।  মহাকাশের মতই  সমূদ্র  কিন্তু  আজও রহস্যময় ।  রহস্যময় সমূদ্রের অনেক কিছুই মানুষের অজানা থেকে গিয়েছে ।  মাঝে মাঝে এখানে এমন কিছু দেখতে পাওয়া যায় যা কল্পনাও করা যায়  না ।
সম্প্রতি একটি ভিডিওতে  সমূদ্রের এক অদ্ভুত প্রাণীর ছবি ধরা পড়েছে,  যা দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় । অদ্ভুত প্রানীটিকে দেখতে অনেকটা  গডজিলার মতো । শুধু তফাতটা হল এর আকার অনেক ছোট । এই প্রানীটিকে এর আগে কখনই দেখা যায়নি ।
advertisement
advertisement
প্রাণীটিকে দেখে মনে হচ্ছে এটি হলিউডের কল্পবিজ্ঞানের জগতের কোনও প্রাণী  । ভাইরাল হওয়া  ভিডিওতে অদ্ভুত প্রাণীটিকে সমুদ্রের গভীরে সাঁতার কাটতে দেখা গিয়েছে।  ভিডিওটিতে প্রাণীটিকে দেখার  পরই  ভয় পেয়ে গিয়েজেন নেটিজেনের একাংশ ।
advertisement
ভিডিওটি ট্যুইটারে শেয়ার হওয়া মাত্রই ঝড় তুলেছে নেটিজেনদের মনে । ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে,   'মিনি গডজিলা।' মানুষ এই ক্যাপশনটিকে ন্যায্যতা দিয়েছে। এই ভিডিওটি ' ও টেরিফাইয়িং' নামের এক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ।
ভিডিওটি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে নেটিজেনদের ।  কেউ এই অদ্ভুত প্রানীকে টিকটিকি বলছেন আবার কেউ মিনি গডজিলা নামেই ডাকতে চেয়েছেন এই অদ্ভুত প্রানীটিকে ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সিনেমার পর্দায় নয়, বাস্তবের গডজিলা! হাড় হিম করা ভিডিও দেখলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement