Viral Video: স্টেজে দাঁড়িয়ে মাইকে স্লোগান দিচ্ছিলেন, তারপরেই ধপাস ! হুড়মুড়িয়ে পড়লেন এই নেতা, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
MP BJP Leader Jagdish Jaiswal Falls From Stage Viral Video: হুমড়ি খেয়ে স্টেজ থেকে পড়া বিজেপি নেতার নাম জগদীশ জয়সওয়াল (Jagdish Jaiswal) বলে জানা গিয়েছে ৷
ভোপাল: নির্বাচনের প্রচার হোক, কিংবা অন্য যে কোনও রাজনৈতিক প্রচারের মিছিলে বা স্টেজে রাজনৈতিক নেতাদের স্লোগান দেওয়ার দৃশ্য নতুন কিছু নয় ৷ কিন্তু তা করতে গিয়ে একেবারে সবার সামনে হুমড়ি খেয়ে পড়া, এমন ঘটনা আগে কোথাও ঘটলেও তা হয়তো ক্যামেরাবন্দী হয়নি ৷ সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কোনও কিছুই ভাইরাল হতে এখন খুব বেশি সময় লাগে না ৷ সম্প্রতি মধ্যপ্রদেশের খারগোন জেলার চয়নপুরে দেখা গেল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হয়ে প্রচার করতে গিয়ে স্টেজ থেকেই উল্টে পড়লেন এক বিজেপি নেতা (BJP leader Jagdish Jaiswal fell off the stage at a public meeting in Chainpur in MP's Khargone district) !
advertisement
advertisement
ভিডিওটা দেখলেই বোঝা যাবে, যেভাবে ওই বিজেপি নেতা স্টেজ থেকে উল্টে পড়েছেন, তাতে তাঁর ভালোমতোই চোট লেগেছে ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং ওই অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছনোর পরেই ঘটনাটি ঘটে ৷ হুমড়ি খেয়ে স্টেজ থেকে পড়া বিজেপি নেতার নাম জগদীশ জয়সওয়াল (Jagdish Jaiswal) বলে জানা গিয়েছে ৷
মুখ্যমন্ত্রী পৌঁছতেই তিনি স্টেজে উঠে স্লোগান দিতে থাকেন, ‘প্রদেশ কা নেতা ক্যায়সা হো...’ ব্যস তারপরেই ধপাস ! খুব জোরেই সবার সামনে মাইক হাতেই উল্টে পড়েন তিনি ৷ স্টেজে চলার সময় তিনি আসলে নিচে কী রয়েছে, খেয়াল করেননি ৷ এর ফলে ব্যালেন্স রাখতে না পেরেই হুড়মুড়িয়ে পড়ে যান জয়সওয়াল ৷ সবাই মিলে এরপর টেনে তোলেন তাঁকে ৷ যেভাবে উল্টে পড়েছিলেন, তাতে হাত-পা ভাঙার সম্ভাবনা ছিল ৷ ভাগ্য ভালো যে তেমন কিছু ঘটেনি ৷
advertisement
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ৷ নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন !
Location :
First Published :
September 30, 2021 2:21 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: স্টেজে দাঁড়িয়ে মাইকে স্লোগান দিচ্ছিলেন, তারপরেই ধপাস ! হুড়মুড়িয়ে পড়লেন এই নেতা, দেখুন ভাইরাল ভিডিও