Viral Video | Viral Reel: নিজেই ক্যামেরা চালিয়ে রিল ভিডিও বানালো পোষ্য কুকুর! গানের তালে দারুণ নাচ! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video | Viral Reel: রিল কী শুধু আপনিই বানাবেন? ওদের কী দোষ? ভিডিও দেখলে অবাক হবেন!
নয়া দিল্লি: সেলফি, রিল, ভাইরাল ভিডিও এই সব কথা গুলো এখন আমাদের প্রায় কমবেশি সকলের জীবনের সঙ্গেই জড়িয়ে গেছে। কিন্তু কয়েক বছর আগে এই সব শব্দগুলোই জানা ছিল না কারও! কিন্তু আজকাল কথায় কথায় রিল ভিডিও বানিয়ে ফেলেন প্রায় সকলেই। একের পর এক গান ভাইরাল হলেই বাচ্চা থেকে বুড়ো সকলকেই দেখা যায় রিলের তালে দুলে উঠতে। আগে ছিল টিকটক। এখন ইনস্টাগ্রাম ও ফেসবুকের রিল ভিডিও বাজার কাপাচ্ছে!
তবে এই সব ভিডিওর মজা কেন শুধু মানুষ নেবে? জীব জন্তুরাও তো নিতে পারে! মাঝে মধ্যেই সোশ্যাল মাধ্যমে বহু কুকুর, বিড়াল বা বাঘ বা অন্য জীব জন্তুর ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এবার তেমনই মজার কাণ্ড ঘটাল এই দুই কুকুর। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে বিরাট ভাইরাল এই দুই পোষ্য।
advertisement
advertisement
তা ঠিক কী করছে তারা? ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্রাইপটে মোবাইল ক্যামেরা লাগানো। এবার বাড়ির পোষ্য কুকুরটি নিজেই এসে ক্যামেরা চেক করছে তারপর সেই ক্যামেরার সামনে গিয়ে নানা রকম ভঙ্গি করছে। নাচছে, কোমর দোলাচ্ছে। সে একেবারে দারুণ মজার ভিডিও। এই ভিডিওটি ইনস্টাগ্রামে একটি পেজ থেকে সেয়ার করা হয়েছে। যা ইতিমধ্যেই হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন। মজার ভিডিওটি দেখলে আপনিও নিজের হাসি থামাতে পারবেন না!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 10:56 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video | Viral Reel: নিজেই ক্যামেরা চালিয়ে রিল ভিডিও বানালো পোষ্য কুকুর! গানের তালে দারুণ নাচ! ভাইরাল ভিডিও

