Birbhum News: এক চুমুকেই শরীর ঠান্ডা! তীব্র গরমে দিচ্ছে শান্তি! খেয়েছেন এই পানীয়? জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Birbhum News: গরমের সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা ! চটপট জেনে নিন
বীরভূম: গরমের সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা বাড়ছে লস্যির। তাতেই লাভের মুখ দেখছেন বিক্রেতারা। গরমের মরশুমে এযেন অমৃত হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। গ্রীষ্ম এলেই ঠান্ডা পানীয়ের চাহিদা থাকে। তবে বিশেষভাবে চাহিদা থাকে লস্যির। ব্যতিক্রম নয় এবছরও। সিউড়ি শহরের লস্যির দোকানগুলিতে বুড়ো থেকে কচিকচারা ভিড় জমাচ্ছেন।
বিক্রেতারা জানান, এবছর জেলায় অত্যাধিক গরম পড়েছে। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে৷ সঙ্গে রয়েছে তাপপ্রবাহ। বেলার বাড়ার সঙ্গে শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।
advertisement
তবে কাজের জন্য যারাই বেরোচ্ছেন, অধিকাংশরাই ঠান্ডা পানীয়ের দোকানে ভিড় করছেন৷ স্বাভাবিকভাবেই চাহিদা রয়েছে দোকানে। তবে কেবল সকালের দিকে নয়। সকাল থেকে একদম রাত ন'টা পর্যন্ত লস্যির বিকিকিনি হচ্ছে শহরে।
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 10:03 PM IST
