Viral Video: ভূতের উপদ্রব মন্দির নগরীতে! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কে কাঁপছে নেটদুনিয়া
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এমনকী কিছু কিছু শিশু তো জ্বরে আক্রান্ত। যেন কোনও অশরীরী ছায়া ঘুরে বেড়াচ্ছে সেখানে। আর এর জেরেই আতঙ্ক তৈরি হয়েছে ভগবান শিবের নগরী উত্তরপ্রদেশের বারাণসীতে!
বারাণসী: দিনের আলোতেও খাঁ-খাঁ করছে গোটা এলাকা। কেউ কোত্থাও নেই। আঁধার নামলেও পথ-ঘাট আর পার্কও শুনসান হয়ে যাচ্ছে। একেবারে শ্মশানের নিস্তব্ধতা নেমে এসেছে এলাকা জুড়ে। ভয়ে-আতঙ্কে দু’চোখের পাতা এক করতে পারছে না বাচ্চারা। এমনকি, কিছু কিছু শিশু তো জ্বরে আক্রান্ত। যেন কোনও অশরীরী ছায়া ঘুরে বেড়াচ্ছে সেখানে। আর এর জেরেই আতঙ্ক তৈরি হয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে!
সম্প্রতি সেখানকার বড়ি গৈবি এলাকার ভিডিএ কলোনির চার দিনের পুরনো একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তার পরেই তৈরি হয় চাঞ্চল্য। সেখানে দেখা যাচ্ছিল, রাতের বেলা কোনও একটি বাড়ির ছাদে যেন বসে রয়েছে সাদা কাপড় জড়ানো একটা অবয়ব। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়তে সময় লাগেনি। যার জেরে এলাকার বাচ্চাদের খেলতে বেরোতে দিচ্ছিলেন না মা-বাবারা। কয়েক দিন ধরেই সুনসান হয়ে পড়েছিল পাড়ার পার্কগুলি। এমনটাই জানিয়েছেন ওই কলোনির বাসিন্দা অনিশা শাহি নামে এক মহিলা।
advertisement
advertisement
ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছিল মানুষ। কিন্তু সন্দেহ দানা বাধে! আদৌ কি এটা ভূতের উপদ্রব না এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনও রহস্য? ফলে তদন্তে নামেন নিউজ ১৮-এর স্থানীয় সাংবাদিক। তার পরেই আসল সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। তদন্তে আরও দু’টি ভিডিও সামনে আসে। সেই ভিডিওগুলিতে অবশ্য দেখা যাচ্ছে, আপাদমস্তক সাদা-কাপড়ে মোড়া ওই অবয়বটা পার্কে কিংবা বাড়ির বারান্দায় হেঁটে চলে বেড়াচ্ছে। ফলে বুঝতে আর বাকি থাকে না যে, এ কোনও অশরীরী আত্মা নয়, বরং মানুষেরই কাজ!
advertisement
কিন্তু কেউ এমন কাজ করবেই বা কেন? আসলে এলাকার মানুষদের অনুমান, কেউ দুষ্টুমি করেই এই কাজ করেছে। আবার কেউ কেউ মনে করছেন যে, এর পিছনে কারও কোনও খারাপ অভিসন্ধিও থাকতে পারে!
advertisement
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গণেশ শর্মা জানিয়েছেন যে, “প্রথমে মহিলারা জানিয়েছিলেন যে, এখানে ভূতের উপদ্রব শুরু হয়েছে। আমি তো ভেবেছিলাম ওঁরা মজা করছেন! বিশ্বাসই করিনি! পরে কলোনির সোশ্যাল মিডিয়া গ্রুপে ওই ভিডিও দেখেছি। এমনকী সেটাও পরিকল্পনামাফিক পোস্ট করা হয়েছিল। কারণ প্রথমে একটাই ভিডিও সামনে আসে। এর এক-দুই দিন বাদে আসে আরও ভিডিও। তার পরে ওই কলোনির গ্রুপেই এলাকার কিছু ছেলে এই কাজের দায় স্বীকার করে। তবে পরে গ্রুপে মেসেজ আসে যে, এই কাজ বহিরাগতদের। ফলে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল। বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায় এবং ঠিক করে ঘুমোতেও পারছিল না। তাই যারাই এই কাজ পরিকল্পনা-মাফিক কিংবা দুষ্টুমি অথবা ভয় দেখানোর জন্য করে থাকুক, সেটা একেবারেই ঠিক করেনি!”
advertisement
যদিও ঘটনার পুলিশি তদন্ত এখনও শুরু হয়নি। বাড়ির বাচ্চাদের উপর এই আতঙ্কের প্রভাব পড়ছে বলে এলাকার বাসিন্দারা তদন্তের জন্য পুলিশের দ্বারস্থ হওয়ার কথা চিন্তা-ভাবনা করছেন। এমনকী, তাঁরা একটি দরখাস্ত তৈরি করার জন্যও তৈরি হচ্ছেন।
view commentsLocation :
First Published :
September 23, 2022 1:42 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ভূতের উপদ্রব মন্দির নগরীতে! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কে কাঁপছে নেটদুনিয়া