Viral Video: লাল টুকটুকে তরমুজ হাতে পিলে চমকানো চিৎকার! ভাইরাল হতে এ কী করছেন বিক্রেতা! চোখ কপালে নেটিজেনদের...

Last Updated:

Viral Video: কাঁচা বাদামের পরে ভাজা বাদাম, ঝালমুড়ি এমনকি কাঁচা পেয়ারা আর আঙুর নিয়েও গান বাঁধতে দেখা গিয়েছিল কয়েকজনকে। কিছুদিন আগে একজনের অদ্ভূত ভঙ্গিতে নিম্বু পানি বিক্রি করার ভিডিও ভাইরাল হয়েছিল। এবার এল তরমুজের ভাইরাল ভিডিও।

সোশ্যাল মিডিয়া জুড়ে তরমুজের ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়া জুড়ে তরমুজের ভাইরাল ভিডিও
সোশ‍্যাল মিডিয়া যেন দিন দিন হয়ে উঠছে আজব এক জায়গা! কাঁচা বাদাম, ভাজা বাদাম, পেয়ারা, আঙুর, তরমুজ (Watermelon Seller) কী নেই এখানে! সঙ্গে বিনামূল‍্যে মজাদার সব ভিডিও (Viral Video)। শুরুটা হয়েছিল ভুবন বাদ‍্যকরের ‘কাঁচা বাদাম’ দিয়ে (Kancha Badam Song)। তারপর একে একে আসে পেয়ারা, আঙুর, নিম্বু পানি নিয়ে গান। তালিকায় নতুন সংযোজন, তরমুজ।
বীরভূমের ভুবন বাদ্যকরের গান কার্যত এখন যাবতীয় ভৌগোলিক সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে গোটা বিশ্বে রাজত্ব করছে। অখ‍্যাত গ্রামের এক বাদাম বিক্রেতা (Viral Video) থেকে এখন ভুবন জোড়া খ‍্যাতি ভুবনের। তাঁর দেখাদেখি এখন অনেকেই নিজেদের ঠেলার জিনিস বেচার ফাঁকে নিজেরা গান বানিয়ে গাইছেন আবার কেউ কাটছেন ছড়া।
advertisement
advertisement
কাঁচা বাদামের পরে (Kancha Badam Song) ভাজা বাদাম, ঝালমুড়ি এমনকি কাঁচা পেয়ারা আর আঙুর নিয়েও গান বাঁধতে দেখা গিয়েছিল কয়েকজনকে। কিছুদিন আগে একজনের অদ্ভূত ভঙ্গিতে নিম্বু পানি বিক্রি করার ভিডিও ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল হল এক তরমুজ বিক্রেতার ভিডিও (Viral Video)।
advertisement
ইনি আবার করেছেন আজব কাণ্ড! দু হাতে দু-ফালি তরমুজের টুকরো তুলে ধরে আচমকা আকাশ ফাটানো চিৎকার জুড়েছেন। ওই ভাবে চিৎকার করতে করতে নাচ করছেন এই তরমুজ বিক্রেতা। হঠাৎ করে এমন চিৎকার শুনলে পিলে চমকে উঠতেই পারে। তবে বিক্রেতার কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
View this post on Instagram

A post shared by GiDDa CoMpAnY (@giedde)

advertisement
নেটিজেনদের মধ্যে একাংশ অবশ‍্য বেশ বিরক্তি প্রকাশ করেছেন। তাদের কটাক্ষ, ভাইরাল হওয়ার জন‍্য আর কোনও প্রতিভার দরকার পড়ে না আজকাল। ‘পাগলামি’ করলেই রাতারাতি ভাইরাল হওয়া যায়। এই তরমুজ বিক্রেতার ভিডিওটিই তার প্রমাণ। ভিডিওটিতে ৫ হাজারের বেশি লাইক পড়েছে। ৫০ হাজারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। অথচ বিক্রেতার মধ‍্যে প্রতিভা কতটা কী আছে তা নিয়ে সন্দিহান নেটিজেনরা।
advertisement
সম্প্রতি ভাইরাল (Viral Video) হয়েছিলেন এক নিম্বু পানি বিক্রেতা। অভিনব পদ্ধতিতে নিম্বু পানি বিক্রি করতে দেখা গিয়েছিল তাঁকে। ভিডিওতে দেখা গিয়েছে, গান গাইতে গাইতে দক্ষ হাতে নিম্বু সোডা বানাচ্ছেন ওই ব‍্যক্তি। ছোট্ট দোকানের চারদিকে ঘিরে দাঁড়িয়ে ক্রেতারা। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল ভিডিওটি। কিন্তু আঙুর হোক বা তরমুজ, ভুবন বাদ্যকরের ভাইরাল 'কাঁচা বাদামের' জনপ্রিয়তায় ভাগ বসাতে পারেনি এখনও কেউই। আগামী দিনে কী নতুন কোনও চ্যালেঞ্জ আসতে চলেছে বাদামের ভাইরাল (Kancha Badam Song) জনপ্রিয়তাকে ম্লান করতে? তা জানতে অবশ্য করতে হবে অপেক্ষা।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: লাল টুকটুকে তরমুজ হাতে পিলে চমকানো চিৎকার! ভাইরাল হতে এ কী করছেন বিক্রেতা! চোখ কপালে নেটিজেনদের...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement