‘আর করব না,ম্যাম’! ছাত্রের দুষ্টুমিতে 'রাগী' শিক্ষিকার রাগ ভাঙাতে খুদে পড়ুয়ার মরিয়া প্রয়াস ভাইরাল

Last Updated:

Viral Video : ট্যুইটারে শেয়ার করা হয়েছে ভিডিওটি ৷ তার পরই ছড়িয়ে পড়েছে মান অভিমান ভাঙানোর পর্ব ৷

ভিডিওতে দেখা যাচ্ছে খুদে পড়ুয়া সমানে দুঃখপ্রকাশ করছে
ভিডিওতে দেখা যাচ্ছে খুদে পড়ুয়া সমানে দুঃখপ্রকাশ করছে
ছোট্ট পড়ুয়ার দুষ্টুমিতে রাগ করেছেন শিক্ষিকা ৷ তিনি ছাত্রের দিকে তাকাবেন না ৷ কথাও বলবেন না ৷ এদিকে প্রিয় শিক্ষিকার এই আচরণে বেজায় কষ্ট পেয়েছে খুদে পড়ুয়া ৷ সে মরিয়া চেষ্টা করে চলেছে শিক্ষিকার অভিমান ভাঙানোর ৷ সেই ভিডিও লহমায় ভাইরাল নেটদুনিয়ায় ৷ ট্যুইটারে শেয়ার করা হয়েছে ভিডিওটি ৷ তার পরই ছড়িয়ে পড়েছে অভিমান ভাঙানোর পর্ব ৷
ভিডিওতে দেখা যাচ্ছে খুদে পড়ুয়া সমানে দুঃখপ্রকাশ করছে ৷ বলে চলেছে, একই ভুল সে আর কক্ষণও করবে না ৷ কিন্তু অভিমানিনী শিক্ষিকা তো কিছু শুনতেই নারাজ ৷ কপট রাগ ও অভিমানের ছলে তিনি মুখ ভার করেই আছেন ৷ পড়ুয়ার প্রয়াস দেখে মাঝে মাঝে অবশ্য হাসিও পাচ্ছে দিদিমণির ৷ কিন্তু তিনি ভুলেও হেসে ফেলছেন না ৷ তা হলে তো সব মাটি হয়ে যাবে ৷ শেষে অবশ্য ফিক করে একচিলতে হেসেই ফেললেন ৷ কিন্তু সে খুদের থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে ৷
advertisement
ভিডিও ক্লিপে শিক্ষিকাকে বার বার বলতে শোনা যায়, ‘‘না, তুমি বার বার বলো করবে না, কিন্তু পরে আবার করো ৷ আমি তোমার সঙ্গে কথা বলব না ৷ একবার তুমি বলেছিলেন করবে না, কিন্তু সেই ফের করেছো ৷ ’’ শেষে শিক্ষিকাকে জড়িয়ে ধরে খুদে পড়ুয়া বলে, ‘আমি আর করব না, ম্যাম৷’’
advertisement
advertisement
আরও পড়ুন :  খাবারভর্তি প্লেটের পাহাড় হাতে, একটাও না ফেলে একসঙ্গে বহু টেবিলে পরিবেশন ওয়েটারের, দেখুন ভাইরাল ভিডিও
ভিডিওর শেষে দেখা যাচ্ছে শিক্ষিকার রাগের বরফ গলাতে সফল হল খুদে পড়ুয়া ৷ আনন্দে শিক্ষিকাকে জড়িয়ে ধরল সে ৷ সব রাগ-মান-অভিমানের মধুরেণ সমাপয়েৎ ৷ স্কুলের নাম, শিক্ষিকার নাম জানা যায়নি ৷ তবে ভিডিওটি দেখা হয়েছে ২ লক্ষ ৮২ হাজার বারের বেশি ৷ ‘লাইক’-এর সংখ্যা ছাপিয়ে গিয়েছে ১৬ হাজারের বেশি ৷ আদুরে মন্তব্যে ভেসে গিয়েছে মন্তব্য বাক্স ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘আর করব না,ম্যাম’! ছাত্রের দুষ্টুমিতে 'রাগী' শিক্ষিকার রাগ ভাঙাতে খুদে পড়ুয়ার মরিয়া প্রয়াস ভাইরাল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement