মাঝ আকাশে বিমান, সবাই অসহায়, সেই সুযোগে বিষ উগরে দিলেন মহিলা! এমন কাণ্ড ঘটালেন যে ভিডিও নিমেষে ভাইরাল!
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Viral : ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলা আক্রমণাত্মক হয়ে উঠছেন এবং যাত্রীভরা বিমানে চিৎকার করছেন।
কথা যে বিষ, তা কে না জানে!কিন্তু তা বলে মাঝ আকাশে সেই বিষ উগরাবেন এক মহিলা, এমনটা বোধহয় সহযাত্রীরা স্বপ্নেও কল্পনা করতে পারেননি।
ঘটনাটি ডেল্টা এয়ারলাইনস-এর আটলান্টা থেকে নিউ ইয়র্কগামী বিমানে ঘটে। সেই বিমানে এক মহিলার আপত্তিজনক এবং হিংসাত্মক গালিগালাজ ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলা আক্রমণাত্মক হয়ে উঠছেন এবং যাত্রীভরা বিমানে চিৎকার করছেন। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ্যে আসতে ভাইরাল হতে সময় লাগেনি৷
রেডিট-সাইটে পোস্ট করা এই ভিডিও ক্লিপটিতে দেখা যায় এক মহিলাকে বিমানে তাঁর কুকুরটিকে কোল থেকে সরাতে বলায় তিনি বিমানকর্মী এবং সহযাত্রীদের প্রতি গালিগালাজ ও চিৎকার জুড়ে দেন। পোস্টের ক্যাপশনে থেকে জানা যাচ্ছে যে ঘটনাটা বুধবার আটলান্টা থেকে নিউ ইয়র্কগামী বিমানের।
advertisement
advertisement
আরও পড়ুন : কলম না উত্তরাবলী! ১১ টি কলমের গায়ে সিলেবাস খোদাই করে পরীক্ষায় নকল ছাত্রের, ভাইরাল নিমেষে
ঘটনার সূত্রপাত যখন এক মহিলা আটলান্টা থেকে নিউ ইয়র্কগামী বিমানে নিজের পোষ্য সারমেয়কে নিয়ে চড়েন। স্বাভাবিকভাবেই তাঁকে কুকুরকে কোল থেকে সরাতে বলা হয়। সেই মহিলা কুকুরকে কোল থেকে সরাতে অস্বীকার করেন এবং আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করে দেন। আসলে মহিলা ততক্ষণে বুঝে গিয়েছেন, বিমানকর্মীদের কথা না শুনলে তাঁকে বিমান ছেড়ে যেতে হবে। “ফা* ইউ। চুলোয় যাও তোমরা সব, তোমরা সবাই," ক্রু এবং যাত্রীদের দিকে তাকিয়ে চিৎকার করেন তিনি।
advertisement
এক সময় তো, বেশ গায়ের জোরে পিছনে একটি সারিতে একটি জলের বোতল ছুড়ে ফেলেন। এই ঘটনার ভিডিও তুলতে থাকা অন্য একজন যাত্রীকে চিৎকার করে বলেন, “তোমার ফোনটি বন্ধ করো"।
advertisement
নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ওই মহিলাকে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে জলের বোতল দিয়ে সহযাত্রীকে আঘাত করার অভিযোগের ভিত্তিতে। অন্য এক সংবাদ সংস্থা অনুসারে, আটলান্টা পুলিশ বিভাগ ঘটনাটির সত্যতা স্বীকার করেছে, তবে সংবাদ সংস্থা আরও জানিয়েছে যে এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি। অন্য দিকে, ডেল্টা বিমান সংস্থার এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, আটলান্টার আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনস-এর একটি ফ্লাইটে এই ঘটনাটি ঘটেছে। দ্য ইন্ডিপেনডেন্টের মতে, বিমান সংস্থাটি জানিয়েছে, “আমাদের বিমানে এবং আমাদের বিমানবন্দরে এই ধরনের আচরণ ডেল্টা কখনই মেনে নেয় না। আমাদের কর্মী এবং যাত্রীদের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয়।"
advertisement
ইতিমধ্যে, রেডিট-সাইটের ভিডিওটি ইন্টারনেটে ঝড় তুলেছে। এটি ৫৬ হাজারের বেশি আপভোট এবং ৬ হাজারেরও বেশি কমেন্ট পেয়ে রীতিমত ভাইরাল৷
view commentsLocation :
First Published :
October 15, 2022 1:41 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মাঝ আকাশে বিমান, সবাই অসহায়, সেই সুযোগে বিষ উগরে দিলেন মহিলা! এমন কাণ্ড ঘটালেন যে ভিডিও নিমেষে ভাইরাল!