কলম না উত্তরাবলী! ১১ টি কলমের গায়ে সিলেবাস খোদাই করে পরীক্ষায় নকল ছাত্রের, ভাইরাল নিমেষে

Last Updated:

Viral: খুদে খুদে অক্ষরে ধরা হয়েছে পুরো সিলেবাস৷ নকল করার এই অভিনব কায়দায় হতবাক নেটিজেনরা

নকল করার এই অভিনব কায়দায় হতবাক নেটিজেনরা
নকল করার এই অভিনব কায়দায় হতবাক নেটিজেনরা
অপরাধের বিচার করতে আইন নিয়ে পড়াশোনা৷ ক্রিমিনাল ল’ নিয়ে পড়াশোনা করে আইনজীবী হয়ে ওঠার পরীক্ষাতেই কিনা অসদুপায় অবলম্বন! সেই নকল করাও হয়েছে অত্যন্ত মাথা খাটিয়ে৷ ছবি শেয়ার করেছেন স্বয়ং শিক্ষিকা৷ স্পেনের এক শিক্ষিকা শেয়ার করেছেন ১১ টি কলমের ছবি৷ সেখানে খোদাই করা আছে আইন পাঠ্যক্রমের সম্পূর্ণ সিলেবাস৷ ট্যুইটারে শেয়ার করার পর থেকে সামাজিক মাধ্যমে আপাতত ভাইরাল সেই ছবি৷ খুদে খুদে অক্ষরে ধরা হয়েছে পুরো সিলেবাস৷ নকল করার এই অভিনব কায়দায় হতবাক নেটিজেনরা৷
১১ টি কলম তথা ‘উত্তরাবলী’-র ছবি গত সপ্তাহে শেয়ার করেছেন স্পেনীয় অধ্যাপক ইয়োলান্ডা দি লুচ্চি৷ প্রথম নজরে মনে হচ্ছে সাধারণ কলম ছাড়া কিছু নয়৷ কিন্তু কাছ থেকে নজর করলে বোঝা যায় কলমের গায়ে খুদে অক্ষরের সমাহার৷ পোস্টের সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন ‘‘অফিস পরিষ্কার করার সময় এগুলি খুঁজে পেলাম, কয়েক বছর আগে এক ছাত্রর থেকে আটক করেছিলাম৷ ক্রিমিনাল প্রোসিডিউরাল ল' পুরোটাই খোদাই করা আছে৷ কী শিল্প!’’
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  পুজোর পরও পুজোর রেশ, দীপাবলিতে দিব্যজ্যোতি এবং প্রিয়াঙ্কার 'মিলন হবে কত দিনে'
শেয়ার করার পর থেকে সামাজিক মাধ্যমে এই পোস্টে ৩.৮ লক্ষ লাইক এসেছে৷ রিট্যুইট করা হয়েছে ২৪ হাজার বার৷ নেটিজেনদের মতে, এক কষ্ট ও পরিশ্রম করে নকলের সামগ্রী তৈরি না করে ওই পড়ুয়া বরং ওই সময়টা পড়াশোনার জন্য কাজে লাগাতে পারতেন৷ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বলছে, যে ছাত্র এই কেরামতি দেখিয়েছে, তাঁর নাম গোনজো৷ মেকানিক্যাল পেন্সিলে শীশের বদলে সূঁচ বসিয়ে এই খোদাইয়ের শিল্পকর্ম করেছিলেন তিনি৷ কিন্তু অধ্যাপকের শ্যেনদৃষ্টি এড়াতে পারলেন কই!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কলম না উত্তরাবলী! ১১ টি কলমের গায়ে সিলেবাস খোদাই করে পরীক্ষায় নকল ছাত্রের, ভাইরাল নিমেষে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement