কলম না উত্তরাবলী! ১১ টি কলমের গায়ে সিলেবাস খোদাই করে পরীক্ষায় নকল ছাত্রের, ভাইরাল নিমেষে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral: খুদে খুদে অক্ষরে ধরা হয়েছে পুরো সিলেবাস৷ নকল করার এই অভিনব কায়দায় হতবাক নেটিজেনরা
অপরাধের বিচার করতে আইন নিয়ে পড়াশোনা৷ ক্রিমিনাল ল’ নিয়ে পড়াশোনা করে আইনজীবী হয়ে ওঠার পরীক্ষাতেই কিনা অসদুপায় অবলম্বন! সেই নকল করাও হয়েছে অত্যন্ত মাথা খাটিয়ে৷ ছবি শেয়ার করেছেন স্বয়ং শিক্ষিকা৷ স্পেনের এক শিক্ষিকা শেয়ার করেছেন ১১ টি কলমের ছবি৷ সেখানে খোদাই করা আছে আইন পাঠ্যক্রমের সম্পূর্ণ সিলেবাস৷ ট্যুইটারে শেয়ার করার পর থেকে সামাজিক মাধ্যমে আপাতত ভাইরাল সেই ছবি৷ খুদে খুদে অক্ষরে ধরা হয়েছে পুরো সিলেবাস৷ নকল করার এই অভিনব কায়দায় হতবাক নেটিজেনরা৷
১১ টি কলম তথা ‘উত্তরাবলী’-র ছবি গত সপ্তাহে শেয়ার করেছেন স্পেনীয় অধ্যাপক ইয়োলান্ডা দি লুচ্চি৷ প্রথম নজরে মনে হচ্ছে সাধারণ কলম ছাড়া কিছু নয়৷ কিন্তু কাছ থেকে নজর করলে বোঝা যায় কলমের গায়ে খুদে অক্ষরের সমাহার৷ পোস্টের সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন ‘‘অফিস পরিষ্কার করার সময় এগুলি খুঁজে পেলাম, কয়েক বছর আগে এক ছাত্রর থেকে আটক করেছিলাম৷ ক্রিমিনাল প্রোসিডিউরাল ল' পুরোটাই খোদাই করা আছে৷ কী শিল্প!’’
advertisement
advertisement
Haciendo orden en mi despacho he encontrado esta reliquia universitaria que confiscamos a un alumno hace unos años: el derecho procesal penal en bolis bic. Que arte! #laschuletasnosoncomoantes pic.twitter.com/3J4LMn0RQF
— Yolanda De Lucchi (@procesaleando) October 5, 2022
advertisement
আরও পড়ুন : পুজোর পরও পুজোর রেশ, দীপাবলিতে দিব্যজ্যোতি এবং প্রিয়াঙ্কার 'মিলন হবে কত দিনে'
শেয়ার করার পর থেকে সামাজিক মাধ্যমে এই পোস্টে ৩.৮ লক্ষ লাইক এসেছে৷ রিট্যুইট করা হয়েছে ২৪ হাজার বার৷ নেটিজেনদের মতে, এক কষ্ট ও পরিশ্রম করে নকলের সামগ্রী তৈরি না করে ওই পড়ুয়া বরং ওই সময়টা পড়াশোনার জন্য কাজে লাগাতে পারতেন৷ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বলছে, যে ছাত্র এই কেরামতি দেখিয়েছে, তাঁর নাম গোনজো৷ মেকানিক্যাল পেন্সিলে শীশের বদলে সূঁচ বসিয়ে এই খোদাইয়ের শিল্পকর্ম করেছিলেন তিনি৷ কিন্তু অধ্যাপকের শ্যেনদৃষ্টি এড়াতে পারলেন কই!
Location :
First Published :
October 15, 2022 11:05 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কলম না উত্তরাবলী! ১১ টি কলমের গায়ে সিলেবাস খোদাই করে পরীক্ষায় নকল ছাত্রের, ভাইরাল নিমেষে