খুনের তদন্তে ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুণ্ডু, সঙ্গে তাঁর অ্যাসিস্ট্যান্ট মুস্তাক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Rajatabha Dutta: খুনের ইনভেস্টিগেশন করতে আসে ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুন্ডু, সঙ্গে তাঁর অ্যাসিস্ট্যান্ট মুস্তাক
কলকাতা : রহস্যের রোমাঞ্চে ভরা থ্রিলার এলিমেন্টস নিয়ে খুব শিগগিরই আসতে চলেছে সিরিজ 'ইন্সপেক্টর নলিনীকান্ত।' ক্লিক ওটিটি-তে দেখা যাবে এই ওয়েব সিরিজ। ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুণ্ডুর নির্ভীক সাহসিকতার গল্প বলবে 'ইন্সপেক্টর নলিনীকান্ত । নলিনীকান্তের চরিত্রে রজতাভ দত্ত।
সিরিজের পটভূমি বলছে, কলকাতার খ্যাতনামা কসমেটিক সার্জন ডাঃ আদিত্য সেন ও তার স্ত্রী শর্মিলার পনেরোতম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসেছে আদিত্যের বন্ধু শেখর, যিনি আবার পেশায় উকিল। আদিত্যের ফোনে আদিত্যের পেশেন্ট নিশার ফোন ঘন ঘন আসতে থাকে। সেটা দেখতে পারে শর্মিলা। শর্মিলা বেশ কিছু দিন আগে থেকেই আদিত্য আর নিশার সম্পর্কের বিষয়টা জানে। সেটা আদিত্য অস্বীকার করলেও খুব একটা লাভ হয়নি। সেই অ্যানিভার্সারি পার্টিতেই আদিত্যকে শর্মিলার হিউমিলিয়েশন করা বাকিরা বুঝতে না পারলেও বেশ বুঝতে পারে শেখর।
advertisement
advertisement

সেমিনারের জন্য আদিত্যর যেদিন মুম্বই চলে যাওয়ার কথা, সেদিনই শর্মিলাকে খুন করে আদিত্য। তার পর পুরো ফ্ল্যাটটাকে এমন ভাবে সাজায় যেন মনে হয়, ডাকাতি করতে এসে ডাকাতরাই খুন করেছে শর্মিলাকে। প্ল্যান অনুযায়ী ঠিক যত ক্ষণে পুলিশ জানতে পারবে, আদিত্য তখন মুম্বইয়ে। নিশা এক্ষেত্রে আদিত্যর পার্টনার-ইন-ক্রাইম। এই খুনের ইনভেস্টিগেশন করতে আসে ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুন্ডু, সঙ্গে তাঁর অ্যাসিস্ট্যান্ট মুস্তাক। নলিনী খবর দেয় আদিত্যকে। আর শর্মিলা যে এখনও মৃত নয়, কোমায় আছে, সেটাতেই চমকে যায় আদিত্য। আদিত্যর আচরণ চোখ এড়ায়নি নলিনীর। ইনভেস্টিগেশন চলতে থাকে, জট যেন বাঁধতে থাকে আরও। শর্মিলা মাঝে রেসপন্স করলেও শেষ রক্ষা হয়নি। নলিনীকে কিছু বলার আগেই মারা যায় শার্মিলা।
advertisement
আরও পড়ুন : উপোস করেননি, তবে করবা চৌথ-এ চুটিয়ে সেজে পোজ দিয়েছেন সোনম, ভাইরাল ছবি
নলিনী কি বুঝতে পারবে আদিত্য যে আসল খুনি? নাকি একটা 'নিখুঁত হত্যা' করে আদিত্য বেঁচে যাবে নলিনীর চোখে ধুলো দিয়ে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2022 8:23 AM IST