Viral Video: টেরই পেলেন না নতুন বর, বিয়ের আসরে কনের সিঁথিতে সিঁদুর প্রৌঢ় প্রেমিকের! তার পর...
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Video: আচমকাই দেখা গেল কনের আসনের পিছন থেকে উঁকি দিলেন এক প্রৌঢ়
বিয়ের ভিডিও ভাইরাল হতে সময় লাগে না৷ সোশ্যাল মিডিয়া তথা ইন্টারনেটে দ্রুত ভাইরাল হয়ে যায় ভারতীয় বিয়ের নানা মুহূর্তের মজাদার ভিডিও৷ সেরকমই একটি ভিডিও (এই ভিডিওর সত্যাসত্য বিচার করেনি নিউজ18 বাংলা) সম্প্রতি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে৷ সেখানে দেখা যাচ্ছে এক বিয়ের আসর৷ জয়মালা মঞ্চে বসে আছেন নতুন বরকনে৷ তাঁদের ঘিরে বিয়ের গান গাইছেন মহিলারা৷ এই পর্যন্ত সবই ঠিক ছিল৷ তার পরই বাধল বিপত্তি৷
advertisement
advertisement
আচমকাই দেখা গেল কনের আসনের পিছন থেকে উঁকি দিলেন এক প্রৌঢ়৷ তিনি পিছন থেকে হাত বাড়িয়ে কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন৷ এক বার নয়, তিন বার! স্পষ্টতই এই ঘটনায় বিব্রত কনে৷ শেষ পর্যন্ত তিনি আর বসে থাকতে পারলেন না৷ বিব্রত হয়ে উঠেই গেলেন আসন ছেড়ে৷ এত কাণ্ড ঘটে গেল অথচ কনের পাশে বসা বর কিছুই টের পেলেন না৷ তিনি চুপচাপ গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে দিব্যি চুপচাপ বসে আছেন৷ এমনকী, যাঁরা গান গাইছেন তাঁরাও নির্বিকারভাবে গেয়েই চললেন৷ ভাইরাল ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে ‘‘বিহারের সীতামাড়ি জেলায় বিয়ের আসরে কনের প্রেমিক এসে তাঁর কপালে সিঁদুর পরিয়ে দিলেন৷’’
advertisement
আরও পড়ুন : রাতে ঘুমের আগে এই ছোট্ট যত্নই শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী নায়িকা সানার রূপরহস্য
ভাইরাল ভিডিও-র সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷ অনেকেরই মত, নিছক লাইক পাওয়ার জন্য মজার ছলে এই ভিডিও তৈরি করা হয়েছে৷ এক নেটিজেন লিখেছেন, ‘‘এই ধরনের ভিডিও শুধুমাত্র লাইক পাওয়ার জন্যই করা হয়৷’’ এটা যে অভিনয়, সে বিষয়ে নিঃসন্দেহ আর এক নেটিজেন৷ এরই মধ্যে অনেকে সহানুভূতি প্রকাশ করেছেন বরের জন্য ৷
advertisement
বিশ্বাস অবিশ্বাসের এই দোলাচলের মাঝেই এই ভাইরাল ভিডিও-তে লাইক পেরিয়ে গিয়েছে ২ লক্ষ! ভিউজ এসেছে ২১ মিলিয়ন৷
(Disclaimer: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও-র সত্য়াসত্য় যাচাই করেনি নিউজ18 বাংলা)
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2024 5:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: টেরই পেলেন না নতুন বর, বিয়ের আসরে কনের সিঁথিতে সিঁদুর প্রৌঢ় প্রেমিকের! তার পর...