Viral Video: টেরই পেলেন না নতুন বর, বিয়ের আসরে কনের সিঁথিতে সিঁদুর প্রৌঢ় প্রেমিকের! তার পর...

Last Updated:

Viral Video: আচমকাই দেখা গেল কনের আসনের পিছন থেকে উঁকি দিলেন এক প্রৌঢ়

বিশ্বাস অবিশ্বাসের এই দোলাচলের মাঝেই এই ভাইরাল ভিডিও
বিশ্বাস অবিশ্বাসের এই দোলাচলের মাঝেই এই ভাইরাল ভিডিও
বিয়ের ভিডিও ভাইরাল হতে সময় লাগে না৷ সোশ্যাল মিডিয়া তথা ইন্টারনেটে দ্রুত ভাইরাল হয়ে যায় ভারতীয় বিয়ের নানা মুহূর্তের মজাদার ভিডিও৷ সেরকমই একটি ভিডিও (এই ভিডিওর সত্যাসত্য বিচার করেনি নিউজ18 বাংলা) সম্প্রতি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে৷ সেখানে দেখা যাচ্ছে এক বিয়ের আসর৷ জয়মালা মঞ্চে বসে আছেন নতুন বরকনে৷ তাঁদের ঘিরে বিয়ের গান গাইছেন মহিলারা৷ এই পর্যন্ত সবই ঠিক ছিল৷ তার পরই বাধল বিপত্তি৷
advertisement
advertisement
আচমকাই দেখা গেল কনের আসনের পিছন থেকে উঁকি দিলেন এক প্রৌঢ়৷ তিনি পিছন থেকে হাত বাড়িয়ে কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন৷ এক বার নয়, তিন বার! স্পষ্টতই এই ঘটনায় বিব্রত কনে৷ শেষ পর্যন্ত তিনি আর বসে থাকতে পারলেন না৷ বিব্রত হয়ে উঠেই গেলেন আসন ছেড়ে৷ এত কাণ্ড ঘটে গেল অথচ কনের পাশে বসা বর কিছুই টের পেলেন না৷ তিনি চুপচাপ গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে দিব্যি চুপচাপ বসে আছেন৷ এমনকী, যাঁরা গান গাইছেন তাঁরাও নির্বিকারভাবে গেয়েই চললেন৷ ভাইরাল ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে ‘‘বিহারের সীতামাড়ি জেলায় বিয়ের আসরে কনের প্রেমিক এসে তাঁর কপালে সিঁদুর পরিয়ে দিলেন৷’’
advertisement
আরও পড়ুন :  রাতে ঘুমের আগে এই ছোট্ট যত্নই শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী নায়িকা সানার রূপরহস্য
ভাইরাল ভিডিও-র সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷ অনেকেরই মত, নিছক লাইক পাওয়ার জন্য মজার ছলে এই ভিডিও তৈরি করা হয়েছে৷ এক নেটিজেন লিখেছেন, ‘‘এই ধরনের ভিডিও শুধুমাত্র লাইক পাওয়ার জন্যই করা হয়৷’’ এটা যে অভিনয়, সে বিষয়ে নিঃসন্দেহ আর এক নেটিজেন৷ এরই মধ্যে অনেকে সহানুভূতি প্রকাশ করেছেন বরের জন্য ৷
advertisement
বিশ্বাস অবিশ্বাসের এই দোলাচলের মাঝেই এই ভাইরাল ভিডিও-তে লাইক পেরিয়ে গিয়েছে ২ লক্ষ! ভিউজ এসেছে ২১ মিলিয়ন৷
(Disclaimer: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও-র সত্য়াসত্য় যাচাই করেনি নিউজ18 বাংলা)
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: টেরই পেলেন না নতুন বর, বিয়ের আসরে কনের সিঁথিতে সিঁদুর প্রৌঢ় প্রেমিকের! তার পর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement