Sana Javed Beauty Secret: রাতে ঘুমের আগে এই ছোট্ট যত্নই শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী নায়িকা সানার রূপরহস্য

Last Updated:
Sana Javed Beauty Secret: পাকিস্তানি মডেল তথা অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ের খবর এ বার প্রকাশ্যে৷ এই খবরের সুবাদে কনকনে শীতের আবহে শিরোনামে সানা জাভেদ
1/10
গুঞ্জনে পড়ল শিলমোহর৷ পাকিস্তানি মডেল তথা অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ের খবর এ বার প্রকাশ্যে৷ এই খবরের সুবাদে কনকনে শীতের আবহে শিরোনামে সানা জাভেদ৷
গুঞ্জনে পড়ল শিলমোহর৷ পাকিস্তানি মডেল তথা অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ের খবর এ বার প্রকাশ্যে৷ এই খবরের সুবাদে কনকনে শীতের আবহে শিরোনামে সানা জাভেদ৷
advertisement
2/10
সমাজমাধ্যমে তথা ইন্টারনেটে এখন তীব্র চর্চিত পাক সুন্দরী সানা৷ ৩০ বছর বয়সি এই যুবতীর জন্ম সৌদি আরবের জেড্ডায়৷ ২০১২ সালে তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু৷
সমাজমাধ্যমে তথা ইন্টারনেটে এখন তীব্র চর্চিত পাক সুন্দরী সানা৷ ৩০ বছর বয়সি এই যুবতীর জন্ম সৌদি আরবের জেড্ডায়৷ ২০১২ সালে তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু৷
advertisement
3/10
পাকিস্তানি বিনোদন দুনিয়ায় সানা প্রথম সারির পরিচিত নাম৷ বিয়ের দিন হাল্কা প্যাস্টেল শেডের লেহঙ্গা এবং সাবেকি অলঙ্কারে অপরূপা সাজে ধরা দিয়েছেন সানা৷
পাকিস্তানি বিনোদন দুনিয়ায় সানা প্রথম সারির পরিচিত নাম৷ বিয়ের দিন হাল্কা প্যাস্টেল শেডের লেহঙ্গা এবং সাবেকি অলঙ্কারে অপরূপা সাজে ধরা দিয়েছেন সানা৷
advertisement
4/10
 কয়েক মাস আগেই পাকিস্তানি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফ্যাশনিস্তা সানা৷ জানিয়েছেন তাঁর রূপ সৌন্দর্যের রহস্য৷ সানা জানিয়েছেন তিনি বাড়তি ওজন কমানোর জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং করেছেন৷
কয়েক মাস আগেই পাকিস্তানি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফ্যাশনিস্তা সানা৷ জানিয়েছেন তাঁর রূপ সৌন্দর্যের রহস্য৷ সানা জানিয়েছেন তিনি বাড়তি ওজন কমানোর জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং করেছেন৷
advertisement
5/10
যদিও তাঁর অনুরাগীদের দাবি, সানা এমনিতেই যথেষ্ট রোগা৷ তাঁকে আর বাড়তি ক্যালোরি কমানোর দরকার নেই৷ সানার দাবি, ত্বকের জন্য নির্দিষ্ট কোনও রুটিন অনুসরণ করেন না তিনি৷
যদিও তাঁর অনুরাগীদের দাবি, সানা এমনিতেই যথেষ্ট রোগা৷ তাঁকে আর বাড়তি ক্যালোরি কমানোর দরকার নেই৷ সানার দাবি, ত্বকের জন্য নির্দিষ্ট কোনও রুটিন অনুসরণ করেন না তিনি৷
advertisement
6/10
তবে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই সব মেক আপ তুলে ত্বক ভাল করে পরিষ্কার করেন সানা৷ তার পর লাইট ফেস ক্লেঞ্জারে মুখ ধুয়ে ময়শ্চারাইজার লাগান৷
তবে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই সব মেক আপ তুলে ত্বক ভাল করে পরিষ্কার করেন সানা৷ তার পর লাইট ফেস ক্লেঞ্জারে মুখ ধুয়ে ময়শ্চারাইজার লাগান৷
advertisement
7/10
তিনি মনে করেন ত্বকের ধরন অনুযায়ী ভাল ময়শ্চারাইজার অত্যন্ত প্রয়োজনীয়৷ তার সঙ্গে হাইড্রেটেড থাকার জন্য প্রচুর জলপান করতে হবে৷
তিনি মনে করেন ত্বকের ধরন অনুযায়ী ভাল ময়শ্চারাইজার অত্যন্ত প্রয়োজনীয়৷ তার সঙ্গে হাইড্রেটেড থাকার জন্য প্রচুর জলপান করতে হবে৷
advertisement
8/10
দরকার না হলে চড়া মেকআপও করেন না সানা৷ হাল্কা ব্লাশ এবং লিপগ্লসেই তিনি অভ্যস্ত৷ সঙ্গে পছন্দই সুগন্ধি৷ তাঁর কথায় প্রসাধনী কম এবং ভাল গুণগত মানের হওয়া বাঞ্ছনীয়৷
দরকার না হলে চড়া মেকআপও করেন না সানা৷ হাল্কা ব্লাশ এবং লিপগ্লসেই তিনি অভ্যস্ত৷ সঙ্গে পছন্দই সুগন্ধি৷ তাঁর কথায় প্রসাধনী কম এবং ভাল গুণগত মানের হওয়া বাঞ্ছনীয়৷
advertisement
9/10
প্রসঙ্গত সানার এটা দ্বিতীয় বিয়ে৷ ২০২০ সালে গায়ক, অভিনেতা, গীতিকার এবং মিউজিক প্রোডিউসার উমর জসওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর৷ বিচ্ছেদ হয়ে যায় ২০২৩-এ৷
প্রসঙ্গত সানার এটা দ্বিতীয় বিয়ে৷ ২০২০ সালে গায়ক, অভিনেতা, গীতিকার এবং মিউজিক প্রোডিউসার উমর জসওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর৷ বিচ্ছেদ হয়ে যায় ২০২৩-এ৷
advertisement
10/10
অন্যদিকে এই নিয়ে তৃতীয় বার বিয়ে করলেন শোয়েব মালিক। আয়েশা সিদ্দিকি, প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার পর এ বার সানা জাভেদের সঙ্গে ঘর বাঁধলেন তিনি।
অন্যদিকে এই নিয়ে তৃতীয় বার বিয়ে করলেন শোয়েব মালিক। আয়েশা সিদ্দিকি, প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার পর এ বার সানা জাভেদের সঙ্গে ঘর বাঁধলেন তিনি।
advertisement
advertisement
advertisement