Viral Video Punjab CM: গাড়ি থামিয়ে রাস্তার মাঝে নবদম্পতিকে শুভেচ্ছা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর, ভিডিও ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ভাটিন্ডায় এক কাজে যাওয়ার পথে রাস্তায় নেমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী(Charanjit Singh Channi)৷ ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয় (Viral Video)৷
#চণ্ডীগড়: কিছুদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন চরণজিৎ সিং ছানি৷ তার মধ্যেই সাধারণ মানুষের মন জয় করতে শুরু করেছেন তিনি৷ রবিবার নিজের কাজে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর নজরে আসে এক নবদম্পতি৷ সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থামিয়ে, রাস্তা মাঝেই তাদের শুভেচ্ছা জানান৷ হঠাৎ করে মুখ্যমন্ত্রী ((Charanjit Singh Channi)) এমন ব্যবহারে আপ্লুত হন বর-কনে৷ পঞ্জাব সরকারের ট্যুইটারে এই ভিডিও(Viral Video Punjab CM) আপলোড করা হয়৷ ভাটিন্ডায় এক কাজে যাওয়ার পথে রাস্তায় নেমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী, লেখা হয় ট্যুইটারে৷ ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয় (Viral Video)৷
রবিবার ভাটিন্ডায় সরকারি কাজে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী৷ যেই ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা গিয়েছে যে, মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং ছানি (Charanjit Singh Channi) গাড়ি থামিয়ে নেমে আসছেন৷ তারপর সদ্য বিবাহিত বর-কনের কাছে এসে দাঁড়াচ্ছেন৷ জানাচ্ছেন শুভেচ্ছা৷ বরকে আলিঙ্গন করছেন এবং কনকে কিছু উপহার দিচ্ছেন৷ সেই সময় তাঁকে ঘিরে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা৷ শুভেচ্ছা জানানোর পর, অতিথি হিসেবে সামনে রাখা থালা থেকে মিষ্টি তুলে, মিষ্টি মুখও করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী যে এভাবে শুভেচ্ছা জানাবেন, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি নবদম্পতি৷ তাই তো তাঁরা এবং তাঁদের আত্মীয়রা খুবই আবেগআপ্লুত৷
advertisement
advertisement
During his visit to Bathinda today, Chief Minister @CHARANJITCHANNI spotted a newly married couple at village Mandi Kalan and suddenly stopped his vehicle to convey his best wishes. pic.twitter.com/kws6XBAZGf
— Government of Punjab (@PunjabGovtIndia) September 26, 2021
তিনি নবদম্পতিকে জিজ্ঞাসাও করেন যে কবে তাঁদের বিয়ে হয়েছে৷ তখন জানানো হয় যে শনিবারই এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে৷ তাঁদেরকেই হাত জোড় করে অভিনন্দন জানান চরণজিৎ সিং ছানি (Punjab Chief Minister Charanjit Singh Channi )৷
advertisement
কিছুদিন আগেই কপুরথলাতে পড়ুয়াদের সঙ্গে ভাঙরা নাচেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং ছানি৷ তিনি ও উপমুখ্যমন্ত্রী সুখিন্দর সিং রন্ধওয়া মালওয়া এলাকার কটন বেল্ট পর্যবেক্ষণে বেরিয়েছেন৷ কী কারণে এর থেকে বিপুল ক্ষতি হচ্ছে, সেটাই বোঝার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী৷
view commentsLocation :
First Published :
September 27, 2021 1:52 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video Punjab CM: গাড়ি থামিয়ে রাস্তার মাঝে নবদম্পতিকে শুভেচ্ছা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর, ভিডিও ভাইরাল