Viral Video: পোষ্য কুকুর বলছে 'আই লাভ ইউ'! হুবহু মানুষের ভাষাকে নকল করছে! ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন

Last Updated:

Viral Video: নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না! সত্যিই আই লাভ ইউ বলছে আদুরে পোষ্য! সম্প্রতি সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল এই ভিডিও!

News18
News18
কলকাতা:  সোশ্যাল মিডিয়ার যুগে কত কিছু যে সামনে আসে, তা আর বলার অপেক্ষা রাখে না! আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন রিল ভিডিও দেখতে পাওয়া যায়! তার মধ্যে আবার কিছু রিলস তুমুল ভাইরাল হয়! বহু মানুষ আজকাল শুধু মাত্র সোশ্যাল মাধ্যমে ভিডিও তৈরি করাটাকেই নিজেদের পেশা হিসেবে বেছে নিচ্ছেন! তার উপর আবার আজকাল ভাইরাল হতে দেখা যায় বিভিন্ন পোষ্যের আদুরে সব ভিডিও! বাড়ির পোষ্য কুকুর, বিড়াল এমনকি গরু বা অন্য নানা রকম পোষ্যের ভিডিও সামনে আসে! তবে সব থেকে বেশি দেখা যায় পোষ্য কুকুরের ভিডিও সামনে আসতে!
মানুষের সঙ্গে কুকুরের বন্ধুত্ব সব সময় ভাল হয়! কুকুরকে যারা পোষেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ সন্তানসম ভালবাসে! এবং বাড়ির পোষ্য কুকুরছানাটিও কিন্তু মানুষের পরিবারকেই নিজের পরিবার ভাবে! আর এই পোষ্যদের নিয়ে চলে নানা আদর আবদার! সে সব আদর আবদারই ভিডিও করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন অনেকে! তেমনই অনেকেই ভাবেন ইশ, আমার কুকুর ছানাটি যদি মানুষের মতো কথা বলতে পারত! অনেক ডগ পেরেন্টসকেই এমন ভাবতে দেখা যায়! তাই বলে কুকুর ‘আই লাভ ইউ’ বলবে তা সত্যিই ভাবার বাইরে!
advertisement
advertisement
advertisement
সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে! সেখানে দেখা যাচ্ছে পাগ, সিৎজু, হাসকি-সহ বহু পোষ্য কুকুরেরা তার মালিকের দিকে তাকিয়ে এক অবাক সুরে ‘আই লাভ ইউ’ বলছে। প্রথমে মনে হবে ফেক ভিডিও, এ হতেই পারে না! তবে ভাল করে দেখলে বোঝা যায়, মোটেও ফেক নয়! সত্যিই কুকুরছানাগুলি আই লাভ ইউ বলার চেষ্টা করছে! কুকুরকে ট্রেনিং দিলে অনেক কিছু বোঝানো সম্ভব! এই কুকুরগুলোকেও বহু দিন ধরে তার মালিকরা এমন সুরে আই লাভ ইউ বলে আসছে! আর সেটাই নকল করার চেষ্টা করছে পোষ্যগুলি! তবে সত্যি হোক বা মিথ্যে, কুকুরছানা কিছু না বুঝে না হয় নকল করার চেষ্টাই করল, তাই বা কম কী! আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল! নেটিজেনরা বলছেন, মন ভাল করে দেবে এই ভিডিও!
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: পোষ্য কুকুর বলছে 'আই লাভ ইউ'! হুবহু মানুষের ভাষাকে নকল করছে! ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন
Next Article
advertisement
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী
  • আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

VIEW MORE
advertisement
advertisement