Viral Video: বাসচালকদের তৎপরতায় উদ্ধার অপহৃত শিশু! এই ভিডিওটি দেখলে শিউরে উঠবেন

Last Updated:

Viral Video: সারা বিশ্বেই কারণ, বাসের সিসিটিভ ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দুরন্ত ঘটনা
দুরন্ত ঘটনা
#মিশিগান: দুই বাসচালকের তৎপরতায় উদ্ধার হল দু’বছরের শিশু। আর তার পর থেকেই ওই দুই বাসচালক রীতিমতো নায়কের মর্যাদা পাচ্ছেন সারা বিশ্বে। হ্যাঁ, সারা বিশ্বেই কারণ, বাসের সিসিটিভ ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আমেরিকা যুক্তরাষ্ট্রের মিশিগানের ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দুই বাসচালকের তৎপরতায় উদ্ধার করা হচ্ছে একটি শিশুকে। জানা গিয়েছে, এক গাড়ি চোর শিশুটিকে সহ গাড়িটি নিয়ে চম্পট দিয়েছিল রাস্তা থেকে। খানিক দূর যাওয়ার পরে শিশুটিকে রাস্তার ধারেই নামিয়ে দেয় সে। সেখান থেকেই বছর দুয়েকের শিশুটিকে উদ্ধার করা হয়।
advertisement
advertisement
খবরে বলা হয়েছে, মিশিগানের কেন্টউডের মার্লে অ্যাভেনিউ-র ঘটনা। ওই দিন সকাল ৮টায় এক দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন। বাস স্টপে নেমে তাঁরা বড় সন্তানকে স্কুল বাসে তুলে দিচ্ছিলেন। সে সময় গাড়ির ভিতরেই ছিল দু’বছরের ছোট শিশুটি। ফাঁক তালে এক দুষ্কৃতী গাড়ি নিয়ে চম্পট দেয়। খানিক দূর গিয়ে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
advertisement
বেগতিক বুঝে ওই দম্পতি স্কুল বাসের চালকের কাছেই সাহায্য চান। সে সময় কেলোগসভিল স্কুলের ওই বাসে ছিলেন ডেভ স্কিনার। সব ঘটনা শুনে তৎক্ষণাৎ তিনি তাঁর এক সহকর্মী, অন্য বাসের চালক সিউ ওয়ার্কম্যানকে সবটা জানান। ওয়ার্কম্যান বাস নিয়ে রাস্তায় ছিলেন। তিনিই রাস্তার পাশে একা বসে থাকতে দেখেন শিশুটিকে। ওয়ার্কম্যান নিজেই রাস্তা থেকে শিশুটিকে তুলে নিয়ে আসেন। মায়ের কোলে ফিরে যায় সে।
advertisement
প্রায় গোটা ঘটনাটিই ট্যুইটারে শেয়ার করা হয়েছে। সংবাদ সংস্থার তরফে শেয়ার করা ট্যুইটে লেখা হয়েছে, ‘আতঙ্কিত অভিভাবকেরা একটি স্কুলবাস চালককে হাত দেখিয়ে দাঁড় করান। তাঁদের বিপদের কথা জানান। কয়েক মিনিট পরে, ভিডিওতে দেখা যায় অন্য স্কুল বাসচালক শিশুটিকে রাস্তার ধারে একা বসে থাকতে দেখেন।
শেয়ার করা ভিডিও ক্লিপটির শেষে দেখা যায়, ওয়ার্কম্যান শিশুটিকে তার মায়ের হাতে তুলে দিচ্ছেন এবং পুলিশের সঙ্গে কথা বলছেন। পুলিশ গাড়ি চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বাসচালকদের তৎপরতায় উদ্ধার অপহৃত শিশু! এই ভিডিওটি দেখলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement