খাঁচার বাইরে দাঁড়িয়ে সিংহকে উপহাস করার ভিডিও ভাইরাল
- Published by:Brototi Nandy
Last Updated:
ভাইরাল হওয়া ভিডিওতে দুই মহিলাকে সিংহের খাঁচার বাইরে বয়সে থাকতে এবং সিংহকে উপহাস করতে দেখা যায়। viral video of woman standing outside lion's enclosure
ভিডিওটিতে দেখা যাচ্ছে দুইজন মহিলা সিংহের খাঁচার বাইরে বসে তাকে উপহাস করছে। যে কারণে সিংহকেও বিরক্ত বোধ করতে দেখা গেছে। সুশান্ত নন্দা ভারতীয় বন পরিষেবার একজন অফিসার ভিডিওটি পোস্ট করার পরে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। টুইটারে ভিডিওটি যিনি আপলোড করেছেন তার নাম হল অ্যাঞ্জি করণ।
মিস্টার সুশান্ত নান্দা ভিডিওটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন “সিংহ হয়ে জন্ম নেওয়া অভিশাপ হতে পারে। মানুষ কিভাবে এতটা সংবেদনহীন হতে পারে ।"
ভিডিওটি যা দেখা গেছে তাতে এটি পরিষ্কার যে ওই দুই মহিলা খাঁচার বাইরে বসে সিংহকে উপহাস এবং বিরক্ত করার সঙ্গে সঙ্গে পোস দিয়ে এই বন্য বিড়ালের সঙ্গে ছবিও তুলছেন।
advertisement
advertisement
অ্যাঞ্জি করণ আপলোডার ক্যাপশনে লিখেছেন “কোনও অন্যায় না করার জন্য কারাগারে আছেন এমন কাউকে নিয়ে হাসছেন এবং উপহাস করছেন! আপনি কি মনে করেন যে এই দুই মহিলা তখন কি সিংহকে উপহাস করতে পারবেন যদি ভূমিকাগুলি বিপরীত হয়?" আপলোডার ক্যাপশনে লিখেছেন৷ " ভিডিওটি এখানে দেখুন-
LAUGHING and mocking at someone who is in prison for having done nothing wrong!
DO you think those two women would still be mocking this lion if the roles were reversed? pic.twitter.com/GefR44HDIU — Angie KaranⓋ🌱🐾🌻 (@angie_karan) January 8, 2023
advertisement
নন্দা এই পোস্টটি শেয়ার করার পর থেকে এখনো অবধি প্রায় ২৪ হাজার ভিউ অর্জন করেছে এঁবং ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
ভিডিওটি দেখে এক টুইটার ইউসার লিখেছেন“সিংহদের এইসবের শিকার হওয়া উচিত নয়! " ওয়ান ওয়ে মিররই হয়ত এর সেরা বিকল্প।"
অন্যজন মন্তব্য করেছেন , “সাধারণ জনগণের বিনোদনের জন্য যে কর্তৃপক্ষ এই সুবিধা তৈরি করেছে তাদের দোষারোপ করুন। আমি নিশ্চিত অনেক বন কর্মকর্তা, পশু চিকিৎসক তাদের বিশেষজ্ঞ মতামত এবং পরামর্শ দেবেন।"
advertisement
এমনি অনেক মন্তব্য এবং প্রতিক্রিয়া দিয়ে ইউসাররা প্রতিবাদ এবং নিন্দের ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 2:40 PM IST