Viral Video: কয়েক হাত দূর থেকে চাটুতে এসে পড়ছে পরোটা! ঠিক যেন উড়ন্ত, ভাইরাল ভিডিও দেখলেও বিশ্বাস হতে চায় না

Last Updated:

ভিডিওটিতে দু’জন বাবুর্চির মধ্যে নিখুঁত বোঝাপড়াও ফুটে উঠেছে- একজন যিনি লেচি ছুঁড়ে দেন এবং অন্যজন যিনি গরম চাটুতে পরোটা ভেজে তোলেন।

ঠিক যেন উড়ন্ত, ভাইরাল ভিডিও দেখলেও বিশ্বাস হতে চায় না (Photo: Screengrab/X )
ঠিক যেন উড়ন্ত, ভাইরাল ভিডিও দেখলেও বিশ্বাস হতে চায় না (Photo: Screengrab/X )
নয়াদিল্লি: রুমালি রুটি বানানোর সময়ে হাওয়ায় লেচি টস করা আমরা অনেকেই দেখেছি চোখের সামনে। তবে এখন এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে দেখা যাচ্ছে রাস্তার পাশের একজন বিক্রেতা পরোটার লেচি এমনভাবে ছুঁড়ে ফেলছেন যে, এটি সরাসরি কয়েক ফুট দূরে একটি গরম চাটুতে এসে পড়ছে। তিনি এই কাজটি একাধিকবার করে চলেছেন এবং কখনওই ব্যর্থ হচ্ছেন না। ভাইরাল সেই ভিডিওটিতে দু’জন বাবুর্চির মধ্যে নিখুঁত বোঝাপড়াও ফুটে উঠেছে- একজন যিনি লেচি ছুঁড়ে দেন এবং অন্যজন যিনি গরম চাটুতে পরোটা ভেজে তোলেন।
advertisement
ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পোস্টার অনুসারে, এই ভিডিওটি ‘ফ্লাইং পরাঠা’ নামের একটি দোকানে তোলা হয়েছে। পোস্টারে উল্লিখিত ঠিকানায় উল্লেখ করা হয়েছে যে এটি ছয় নম্বর গেটের কাছে দিল্লির সফদরজং হাসপাতাল এলাকায় অবস্থিত। এই ভিডিওটি X হ্যান্ডলে চার লাখের বেশি ভিউ এবং ২০০০ লাইক সংগ্রহ করেছে। এটি রাস্তার শেফদের অপার প্রতিভা দেখায়, যাঁরা খুব কমই তাঁদের চিত্তাকর্ষক দক্ষতার জন্য স্বীকৃতি পাযন। এই ভিডিওটিতে মন্তব্য করে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “বাহ! উড়ন্ত পরাঠা।” বাবুর্চির দক্ষতার প্রশংসা করে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “তিনি সব কিছু পেয়েছেন, স্পিন, ড্রিফ্ট, ডিপ।” কেউ মজা করে লিখেছেন, “আমি আসলেই এমনটা পেয়েছি। আমার স্ত্রী আমার দিকে একবার পরোটা ছুড়ে মারেন।”
advertisement
এই প্রথমবার নয় যে রাস্তার বিক্রেতা তাঁর লেচি টসিং দক্ষতার জন্য এত প্রশংসা অর্জন করেছেন। গত বছরের জুনে, তানসু ইয়েগেন নামে একজন এক্স ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে একজন বিক্রেতাকে ময়দার সঙ্গে প্রায় অ্যাক্রোবেটিক করতে দেখা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিক্রেতা একটি পাতলা বেলা ময়দা নেন এবং বাতাসে ছুড়ে দেন। মাটিতে পড়ার পরিবর্তে, ময়দা তাঁর কাছে ফিরে আসে। এই অ্যারোডাইনামিকের পরে, লোকটি লেচির আকৃতি নষ্ট না করে ময়দার সঙ্গে খেলতে থাকেন। তিনি তাঁর আঙুলে লেচিটি পুরোপুরি ঘোরান এবং এটিকে নিজের শরীরের চারপাশেও এমনভাবে ঘোরান যেন একটি বাস্কেটবল নিয়ে জাগলিং করছেন।
advertisement
ভাইরাল সেই ভিডিও কখন বা কোথায় নেওয়া হয়েছিল তা স্পষ্ট নয়। ভিডিওটির ক্যাপশন ছিল, “আপনার কাজের জন্য গর্বিত হন।” এই ১৮-সেকেন্ডের ভিডিওটি ১৩,০০০ লাইক সংগ্রহ করেছিল। এটি সম্পর্কে মন্তব্য করে, একজন X ব্যবহারকারী লিখেছেন, “আপনি কীভাবে করেন তা আপনি কী করেন, তার চেয়ে কম গুরুত্বপূর্ণ। শ্রেষ্ঠত্ব সবসময় প্রশংসিত হয়।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: কয়েক হাত দূর থেকে চাটুতে এসে পড়ছে পরোটা! ঠিক যেন উড়ন্ত, ভাইরাল ভিডিও দেখলেও বিশ্বাস হতে চায় না
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement