১ লাখ কোটি টাকার বেশি সম্পত্তি, গ্রামের দরিদ্র মহিলাদের ব্যবসায় সাহায্য করেন, অনন্যা বিড়লাকে চেনেন?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
পারিবারিক ব্যবসায় না বসলেও নিজেই দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। গ্রামীণ এবং নিম্ন আয়ের মহিলাদের ব্যবসা শুরু করতে সাহায্য করেন তিনি।
advertisement
advertisement
advertisement
advertisement
অনন্যার মোট সম্পদ: একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, অনন্যা বিড়লার মোট সম্পদের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১ লাখ কোটি টাকার বেশি। অনন্যার মাসিক বেতন জানা যায়নি। তবে দুটি সফল কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে তিনি ভাল আয় করেন ধরে নেওয়া যায়। এছাড়া তাঁর গানও বেশ জনপ্রিয়। অনেক জায়গায় পারফর্ম করেন। সেই পারিশ্রমিকও তাঁর মোট সম্পদে যোগ হয়।
advertisement
সঙ্গীতশিল্পী অনন্যা বিড়লা: অনন্যা বিড়লা সফল গায়িকা। তাঁর 'লিভিন' দ্য লাইফ', 'হোল্ড অন' সহ বেশ কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানের জন্য একাধিক পুরস্কারও জিতেছেন। অনন্যা মানসিক স্বাস্থ্যের উপর জোর দেন। উদ্বেগ এবং বিষণ্ণতার সঙ্গে নিজের লড়াইয়ের কথা সোচ্চারে বলতে দ্বিধা করেন না। মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রচার এবং ভারতে মানসিক স্বাস্থ্য উদ্যোগের পাশে দাঁড়াতে অনন্যা বিড়লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন তিনি। ফাউন্ডেশন মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং মানবিক ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অনুদান প্রদান করে।