১ লাখ কোটি টাকার বেশি সম্পত্তি, গ্রামের দরিদ্র মহিলাদের ব্যবসায় সাহায্য করেন, অনন্যা বিড়লাকে চেনেন?

Last Updated:
পারিবারিক ব্যবসায় না বসলেও নিজেই দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। গ্রামীণ এবং নিম্ন আয়ের মহিলাদের ব্যবসা শুরু করতে সাহায্য করেন তিনি।
1/6
শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার মেয়ে অনন্যা বিড়লা। দেশের অন্যতম ধনী পরিবারের সন্তান। প্রথা অনুযায়ী পারিবারিক ব্যবসাতেই বসার কথা ছিল। কিন্তু সে পথে হাঁটেননি তিনি। অনন্যা তৈরি করেছেন নিজস্ব পরিচয়।
শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার মেয়ে অনন্যা বিড়লা। দেশের অন্যতম ধনী পরিবারের সন্তান। প্রথা অনুযায়ী পারিবারিক ব্যবসাতেই বসার কথা ছিল। কিন্তু সে পথে হাঁটেননি তিনি। অনন্যা তৈরি করেছেন নিজস্ব পরিচয়।
advertisement
2/6
ব্যবসার হিসেব নিকেশের বদলে বেছে নিয়েছেন ড্রাম, গিটার। অনন্যা এখন প্রতিষ্ঠিত গায়িকা, সঙ্গে গীতিকারও। তবে ব্যবসা অনন্যার রক্তে। পারিবারিক ব্যবসায় না বসলেও নিজেই দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। গ্রামীণ এবং নিম্ন আয়ের মহিলাদের ব্যবসা শুরু করতে সাহায্য করেন তিনি।
ব্যবসার হিসেব নিকেশের বদলে বেছে নিয়েছেন ড্রাম, গিটার। অনন্যা এখন প্রতিষ্ঠিত গায়িকা, সঙ্গে গীতিকারও। তবে ব্যবসা অনন্যার রক্তে। পারিবারিক ব্যবসায় না বসলেও নিজেই দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। গ্রামীণ এবং নিম্ন আয়ের মহিলাদের ব্যবসা শুরু করতে সাহায্য করেন তিনি।
advertisement
3/6
অনন্যা মুম্বইয়ের আমেরিকান স্কুল অফ বম্বেতে পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষার জন্য যান মার্কিন যুক্তরাষ্ট্রে। অক্সফোর্ড থেকে অর্থনীতি এবং ম্যানেজমেন্টে স্নাতক হন। এরপর দেশে ফিরে প্রতিষ্ঠা করেন ‘স্বতন্ত্র মাইক্রোফিনান্স’।
অনন্যা মুম্বইয়ের আমেরিকান স্কুল অফ বম্বেতে পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষার জন্য যান মার্কিন যুক্তরাষ্ট্রে। অক্সফোর্ড থেকে অর্থনীতি এবং ম্যানেজমেন্টে স্নাতক হন। এরপর দেশে ফিরে প্রতিষ্ঠা করেন ‘স্বতন্ত্র মাইক্রোফিনান্স’।
advertisement
4/6
তিনিই এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও। গ্রামের মহিলা এবং বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের মহিলা উদ্যোক্তাদের ব্যবসা করতে সাহায্য করেন তিনি। পাশাপাশি তিনি Currocarte-এর প্রতিষ্ঠাতাও। এটি বিলাসবহুল ই-কমার্স প্ল্যাটফর্ম। সারা বিশ্বের কারিগরদের হাতে তৈরি পণ্য বিক্রি হয় এখানে।
তিনিই এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও। গ্রামের মহিলা এবং বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের মহিলা উদ্যোক্তাদের ব্যবসা করতে সাহায্য করেন তিনি। পাশাপাশি তিনি Currocarte-এর প্রতিষ্ঠাতাও। এটি বিলাসবহুল ই-কমার্স প্ল্যাটফর্ম। সারা বিশ্বের কারিগরদের হাতে তৈরি পণ্য বিক্রি হয় এখানে।
advertisement
5/6
অনন্যার মোট সম্পদ: একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, অনন্যা বিড়লার মোট সম্পদের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১ লাখ কোটি টাকার বেশি। অনন্যার মাসিক বেতন জানা যায়নি। তবে দুটি সফল কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে তিনি ভাল আয় করেন ধরে নেওয়া যায়। এছাড়া তাঁর গানও বেশ জনপ্রিয়। অনেক জায়গায় পারফর্ম করেন। সেই পারিশ্রমিকও তাঁর মোট সম্পদে যোগ হয়।
অনন্যার মোট সম্পদ: একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, অনন্যা বিড়লার মোট সম্পদের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১ লাখ কোটি টাকার বেশি। অনন্যার মাসিক বেতন জানা যায়নি। তবে দুটি সফল কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে তিনি ভাল আয় করেন ধরে নেওয়া যায়। এছাড়া তাঁর গানও বেশ জনপ্রিয়। অনেক জায়গায় পারফর্ম করেন। সেই পারিশ্রমিকও তাঁর মোট সম্পদে যোগ হয়।
advertisement
6/6
সঙ্গীতশিল্পী অনন্যা বিড়লা: অনন্যা বিড়লা সফল গায়িকা। তাঁর 'লিভিন' দ্য লাইফ', 'হোল্ড অন' সহ বেশ কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানের জন্য একাধিক পুরস্কারও জিতেছেন। অনন্যা মানসিক স্বাস্থ্যের উপর জোর দেন। উদ্বেগ এবং বিষণ্ণতার সঙ্গে নিজের লড়াইয়ের কথা সোচ্চারে বলতে দ্বিধা করেন না। মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রচার এবং ভারতে মানসিক স্বাস্থ্য উদ্যোগের পাশে দাঁড়াতে অনন্যা বিড়লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন তিনি। ফাউন্ডেশন মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং মানবিক ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অনুদান প্রদান করে।
সঙ্গীতশিল্পী অনন্যা বিড়লা: অনন্যা বিড়লা সফল গায়িকা। তাঁর 'লিভিন' দ্য লাইফ', 'হোল্ড অন' সহ বেশ কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানের জন্য একাধিক পুরস্কারও জিতেছেন। অনন্যা মানসিক স্বাস্থ্যের উপর জোর দেন। উদ্বেগ এবং বিষণ্ণতার সঙ্গে নিজের লড়াইয়ের কথা সোচ্চারে বলতে দ্বিধা করেন না। মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রচার এবং ভারতে মানসিক স্বাস্থ্য উদ্যোগের পাশে দাঁড়াতে অনন্যা বিড়লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন তিনি। ফাউন্ডেশন মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং মানবিক ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অনুদান প্রদান করে।
advertisement
advertisement
advertisement