ট্রাফিকে জেরবার রাস্তায় ৩ কিমি দৌড়ে হাসপাতালে গেলেন ডাক্তার! কেন? আসল ঘটনা শুনলে চমকাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
কারণ তিনি যা করেছেন, স্বাভাবিক ভাবে কোনও মানুষ হয়তো এমনটা ভাবেনও না। আর তার সঙ্গেই নিজের কর্তব্যবোধের প্রমাণ দিয়েছেন ওই ডাক্তার।
#বেঙ্গালুরু: ট্রাফিকের জ্বালায় বরাবরই জেরবার বেঙ্গালুরু। খুব ছোট দূরত্বে যাতায়াত করতেও বহু সময় ব্যয় করতে হয় রাস্তায়। সেখানকার একজন ডাক্তারের কাহিনি আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ তিনি যা করেছেন, স্বাভাবিক ভাবে কোনও মানুষ হয়তো এমনটা ভাবেনও না। আর তার সঙ্গেই নিজের কর্তব্যবোধের প্রমাণ দিয়েছেন ওই ডাক্তার।
ডক্টর গোবিন্দ নন্দকুমার নামে গ্যাস্ট্রোএন্ট্রোলজি সার্জেন রাস্তায় তীব্র যানযটে আটকে গিয়ে ৩ কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছেছেন। কারণ, খানিক সময় পরেই তাঁর এমারজেন্সি ল্যাপরোস্কপিক অস্ত্রোপচার করার কথা ছিল। গত ৩০ অগাস্টে মণিপাল হাসপাতালে গলব্লাডারের অস্ত্রোপচার করার কথা ছিল তাঁর।
advertisement
advertisement
আরও পড়ুন: 'বিরোধীরা যাই বলুক, বুনিয়াদি শিক্ষায় সেরা বাংলাই', মমতার মুখে সাফল্যের হিসেব
রাস্তায় প্রবল যানজটে আটকে গিয়েই সারজাপুর মারাথাল্লি রোডে প্রায় ৩ কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছন তিনি। ইনস্টাগ্রামে নিজেই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন ডাক্তার। গাড়ি থেকে নেমে প্রায় ৪৫ মিনিট দৌড়ে তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছলেন বেঙ্গালুরুর ওই চিকিৎসক।
advertisement
আরও পড়ুন: 'চোখে দেখে ভোট দেবেন', টোটকায় কাজ হচ্ছে কতটা? রিপোর্ট নেবেন তৃণমূল শীর্ষনেতা
ওই ডাক্তার জানিয়েছেন, 'আমাকে মণিপাল হাসপাতালে পৌঁছতেই হত। প্রবল বৃষ্টি ও জমা জলের জেরে কয়েক কিমি রাস্তায় যানজট ছিল। আমি তাই সময় নষ্ট করতে চাইনি। অস্ত্রোপচারের জন্য রোগীরা না খেয়ে রয়েছেন। ফলে ওঁরা অনন্তকাল ধরে অপেক্ষা করুন, তা চাইনি। সে কারণেই দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।' গোবিন্দ নন্দকুমারের এই কাণ্ড আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Location :
First Published :
September 12, 2022 3:42 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ট্রাফিকে জেরবার রাস্তায় ৩ কিমি দৌড়ে হাসপাতালে গেলেন ডাক্তার! কেন? আসল ঘটনা শুনলে চমকাবেন