Viral Video of Mysterious Creature: সরীসৃপের মতো খুলি, লম্বা লেজ, মাছি ভন ভন সারা দেহে, ভাইরাল অদ্ভুতুড়ে 'এলিয়েন'-এর ভিডিও!

Last Updated:

Strange Creature: প্রাণীটির মাথার খুলিটি সরীসৃপের মতো, স্থূল শরীর, লম্বা লেজ এবং নখ রয়েছে।

#নয়াদিল্লি: পৃথিবীতে কি সত্যিই অন্য গ্রহের প্রাণীদের দেখা মেলে? নাকি এই পৃথিবীরই নানা অজানা প্রাণ আমাদের দেখা দেয় মাঝে মাঝে? অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের (Australia's Queensland) এক জনপ্রিয় সমুদ্র সৈকতে এক রহস্যময় প্রাণীকে (strange creature) দেখে এই প্রশ্ন জাগা অস্বাভাবিক নয়। অদ্ভুতদর্শন ওই প্রাণীকে (Viral Video of Mysterious Creature) দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অদ্ভুতুড়ে ওই প্রাণীটির একটি ভিডিও পোস্ট করেছেন স্থানীয় বাসিন্দা অ্যালেক্স ট্যান। প্রাণীটির মাথার খুলিটি সরীসৃপের মতো, স্থূল শরীর, লম্বা লেজ এবং নখ রয়েছে। অ্যালেক্স জানিয়েছেন, প্রাতঃভ্রমণের সময় মারুচিডোর সৈকতের তীরে প্রাণীটিকে (Viral Video of Mysterious Creature) আবিষ্কার করেন তিনি।
View this post on Instagram

A post shared by ALEX TAN (@tanalex)

advertisement
advertisement
“আমি অদ্ভুত কিছু একটাতে হোঁচট খেয়েছি,” ভিডিওতে বলতে শোনা যায় অ্যালেক্সকে। “এমন একটা জিনিস যা দেখে লোকজন এলিয়েন (aliens) বলে দাবি করতেই পারে,” বলেন তিনি। অ্যালেক্স তারপর প্রাণীটিকে ক্যামেরাতে ভালো করে দেখান। মাছি ভনভন করছে প্রাণীটির দেহে। অ্যালেক্স আরও জানিয়েছেন, এমন অদ্ভুত দেখতে প্রাণী তিনি জীবনে দেখেননি। ভিডিওতে প্রাণীটিকে (Viral Video of Mysterious Creature) ‘অন্য বিশ্বের’ বলেও অভিহিত করেছেন অ্যালেক্স।
advertisement
অনেকেই পোস্টটিতে মন্তব্য করে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের ট্যাগ করেছেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ আরউইনের মেয়ে বিন্দিকেও ট্যাগ করে এই প্রাণীটি তাঁদের মতামত সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে৷ কয়েকজন মন্তব্য করেছেন প্রাণীটি (Viral Video of Mysterious Creature) খানিক অস্ট্রেলিয়ার ওয়ালাবির মতো।
advertisement
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে এর আগেও অদ্ভুত প্রাণীদের দেখা মিলেছে। গত মাসেই সিডনির ওয়ারিউড বিচে এক উদ্ভট প্রাণী আবিষ্কৃত হয়েছিল। স্থানীয়রা ঘিলুর মতো প্রাণীটিকে দেখে হতবাক হয়ে যান। পরে সামুদ্রিক অ্যানিমোন হিসাবে চিহ্নিত করা হয় ওই প্রাণীকে।
২০২০ সালের জুলাইয়ে পরিবেশ সংরক্ষণ সংস্থা SCF অস্ট্রেলিয়া ফেসবুকে একটি স্বচ্ছ জেলিফিশের ছবি পোস্ট করে নেটিজেনদের এটি শনাক্ত করতে বলে। পরে এটিকে এক ধরনের নুডিব্র্যাঞ্চ বা সমুদ্র স্লাগ হিসাবে চিহ্নিত করেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video of Mysterious Creature: সরীসৃপের মতো খুলি, লম্বা লেজ, মাছি ভন ভন সারা দেহে, ভাইরাল অদ্ভুতুড়ে 'এলিয়েন'-এর ভিডিও!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement