Viral News: গরমে হাঁসফাঁস অবস্থা! আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খুঁজছে ওরা কারা? ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন

Last Updated:

Viral News: বলতে নেই, গরমের মাঝেও আপাতত এই রাজ্যের অবস্থা ভাল। ঈশ্বরের আশীর্বাদই বলা হোক বা প্রকৃতির বরদান, মাঝে মাঝেই কালবৈশাখী ঝড় এসে ব্যস্ত করে তুলছে পশ্চিমবঙ্গ। হুড়মুড়িয়ে নেমে আসছে অঝোর ধারায় বৃষ্টি।

News18
News18
নয়াদিল্লিঃ বলতে নেই, গরমের মাঝেও আপাতত এই রাজ্যের অবস্থা ভাল। ঈশ্বরের আশীর্বাদই বলা হোক বা প্রকৃতির বরদান, মাঝে মাঝেই কালবৈশাখী ঝড় এসে ব্যস্ত করে তুলছে পশ্চিমবঙ্গ। হুড়মুড়িয়ে নেমে আসছে অঝোর ধারায় বৃষ্টি। রাতের শীতলতা ভোরে রোদ উঠলে মুছে যাচ্ছে ঠিকই, তবে গরমের দাবদাহ অনুভূত হচ্ছে না। অনেকগুলো বছরে বৈশাখে এত সুমধুর আবহাওয়া পায়নি এই রাজ্য।
কিন্তু রাজধানীর অবস্থা আলাদা। দিল্লির তীব্র তাপ কেবল মানুষকেই বিরক্ত করছে না। আসলে, দিল্লির রোদ প্রাণীদের উপরও বিপর্যয় ডেকে আনছে। এই কারণেই দিল্লির বিভিন্ন এলাকা থেকে অনেক প্রাণীর গরমে কষ্ট পাওয়ার ভিডিও সামনে এসেছে।
advertisement
advertisement
আজকাল দিল্লি চিড়িয়াখানায় বেড়াতে আসা পর্যটকদের হাত থেকে বাঁদরের দল ঠান্ডা পানীয়, জলের বোতল এমনকি আইসক্রিমও ছিনিয়ে নিচ্ছে। লোকাল 18-এর দল কয়েকদিন আগে এই রকম একটি দৃশ্য ক্যামেরায় বন্দী করেছিল। এই ভিডিওটি দিল্লির চিড়িয়াখানার। যেখানে এক বাঁদর পর্যটকের হাত থেকে ভ্যানিলা আইসক্রিম ছিনিয়ে নেয়। এরপর, তাকে বসে খুব আগ্রহের সঙ্গে তা খেতে শুরু করতে দেখা যায়।
advertisement
শুধু তাই নয়, বাঁদরটি ধীরে ধীরে পুরো আইসক্রিমটি খেয়ে ফেলে। এর পর বাঁদরটি অন্যান্য পর্যটকদের লক্ষ্য করে। বিশেষ বিষয় হল, বাঁদরের দল পর্যটকদের কাছ থেকে শুধু জলের বোতল, কোল্ড ড্রিংকস এবং আইসক্রিমই ছিনিয়ে নিচ্ছে। কোনও পর্যটকের কোনও ক্ষতি কিন্তু তারা করছে না।
আরও পড়ুনঃ ছোট্ট বীজের বড় ধামাকা! ঝপাঝপ কমিয়ে দেবে কোলেস্টেরল…! মোমের মতো গলবে মেদ! কাল থেকেই খান
প্রখর গরমের সঙ্গে যুঝতে বাঁদরের দল ঠান্ডা পানীয় দিয়ে তৃষ্ণা মেটাচ্ছে। এক পার্কে এরকমই একটি দৃশ্য দেখা গেল। যেখানে গরমে অস্থির একটি বাঁদরকে তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা পানীয় পান করতে দেখা যায়। সে শুধু বোতলের পুরো কোল্ড ড্রিঙ্কস পান করেই ক্ষান্ত থাকেনি, মাটিতে পড়ে থাকা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে চেটেপুটে। আজকাল দিল্লির বিভিন্ন পার্কে এই একই রকম দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে বাঁদরের এমন কাণ্ড দেখা যাচ্ছে।
advertisement
পশুদের জলে স্নান করতেও দেখা গিয়েছে খুব স্বাভাবিক ভাবেই। দিল্লি চিড়িয়াখানায় গরমে অস্থির বিভিন্ন পশুকে জলে স্নান করতে দেখা গিয়েছে। দিল্লি চিড়িয়াখানায় সমস্ত প্রাণীকে তাপ থেকে রক্ষা করার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। সেই কারণেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পশুর খাঁচায় ঝর্নাধারা চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের চারপাশে জল ছিটানো হচ্ছে, যাতে প্রাণীরা একেবারেই তাপ অনুভব না করে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: গরমে হাঁসফাঁস অবস্থা! আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খুঁজছে ওরা কারা? ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement