Viral Video: বন্যায় মানুষ মরছে! সেই খবর পড়তে গিয়ে খিল খিল করে হাসছেন জনপ্রিয় সঞ্চালিকা! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: টেলিভিশনে বন্যার মতো খবর পড়তে গিয়ে হাসছেন জনপ্রিয় সঞ্চালিকা! কিছুতেই থামছে না হাসি! দেখুন সেই ভিডিও

কলকাতা: বাগমতী নদীতে ভয়াবহ বন্যার ফলে দ্বারভাঙা ও বিহারের বেশ কিছু এলাকা জলমগ্ন। বহু মানুষ ঘর ছাড়া। এই বন্যার ভিডিও সোশ্যাল মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সামনে এসেছে। আর এই ভিডিও নিয়েই কাণ্ড ঘটালেন এক টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকা বা অ্যাঙ্কার! সঞ্চালিকা বা সংবাদ পাঠিকারা তাদের সঞ্চালনার মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় খবর আমাদের কাছে পৌঁছে দেন। আজকাল শুধু টেলিভিশন বা সংবাদপত্র নয়, ডিজিটাল মাধ্যমের দৌলতে মুহূর্তে সব খবর একেবারে হাতের মুঠোয় চলে আসে। বন্যার মতো খবর খুবই মর্মান্তিক একটি বিষয়। সেই খবর পাঠ করতে গিয়ে এই সঞ্চালিকা যা করেছেন, তা ভাবার বাইরে।
বিহারের বন্যার খবর পড়তে গিয়ে হঠাৎ করেই হেসে ফেলেন এই সঞ্চালিকা। এবং তিনি কিছুতেই হাসি থামাতে পারেন না। হাসতে হাসতেই বলেন আমাকে ক্ষমা করবেন। বলেই আবার খবরটি বলতে থাকেন। কিন্তু তার মধ্যেও মাঝে মাঝেই হেসে উঠছেন তিনি। জনপ্রিয় সংবাদ মাধ্যমের সঞ্চালিকা বন্যার মতো খবর পড়তে গিয়ে কী করে হাসছেন? এই ভিডিও সামনে আসতেই শোরগোল শুরু হয়ে যায়!
advertisement
advertisement
সঞ্জয় ত্রিপাঠী নামের এক ট্যুইটার ব্যবহারকারী প্রথম এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন। তার পরেই রীতিমতো ঝড় ওঠে এই ভিডিও নিয়ে। বহু মানুষ এই ভিডিও দেখেছেন, শেয়ার করেছেন।
advertisement
 
আরও পড়ুন: 
এদিকে গত বৃহস্পতিবার সকালে বিহারের এই বাগমতী নদীতেই ভয়ঙ্কর নৌকাডুবির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, সেই নৌকায় বহু শিশু ছিল, যাদের মধ্যে এখনও অনেক জনকেই খুঁজে পাওয়া যায়নি। এমন একটা খবর পড়তে গিয়ে সঞ্চালিকার হেসে ফেলাকে জঘন্যতম কাজ বলছেন নেটিজেনরা। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল। বহু কটুক্তি-ভরা কমেন্টসে ভরে যাচ্ছে নেট পাড়া!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বন্যায় মানুষ মরছে! সেই খবর পড়তে গিয়ে খিল খিল করে হাসছেন জনপ্রিয় সঞ্চালিকা! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement