Kaushiki Amavasya 2023-Tarapith: তারাপীঠে কৌশিকী অমাবস্যার রাতে কত কোটি টাকার মদ বিক্রি হল জানেন? অবাক হবেন

Last Updated:
Kaushiki Amavasya 2023-Tarapith: এক রাতেই সব মদের দোকান খালি! জানুন
1/6
তারাপীঠ মূলত তন্ত্রপীঠ সিদ্ধপীঠ নামেই পরিচিত। আর এই সিদ্ধপীঠের একটি বিশেষ দিন হল কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমে এই তারাপীঠে কৌশিক অমাবস্যা উপলক্ষে। তবে 2022 সালে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও গত বছরের তুলনায় এই বছর তুলনামূলকভাবে দর্শনার্থীর সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। (লেখা ও ছবি:সৌভিক রায়)
তারাপীঠ মূলত তন্ত্রপীঠ সিদ্ধপীঠ নামেই পরিচিত। আর এই সিদ্ধপীঠের একটি বিশেষ দিন হল কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমে এই তারাপীঠে কৌশিক অমাবস্যা উপলক্ষে। তবে 2022 সালে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও গত বছরের তুলনায় এই বছর তুলনামূলকভাবে দর্শনার্থীর সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। (লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
2/6
পাশাপাশি সিদ্ধিলাভের আশায় কৌশিকী অমাবস‍্যায় ভিড় করেন ভিনরাজ‍্যের সাধকরাও। একদিকে যখন লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে এই অমাবস্যা উপলক্ষে, ঠিক অন্যদিকে তারাপীঠে বিভিন্ন মদের দোকানে কোটি কোটি টাকার মদ বিক্রি হয়ে থাকে। (লেখা ও ছবি:সৌভিক রায়)
পাশাপাশি সিদ্ধিলাভের আশায় কৌশিকী অমাবস‍্যায় ভিড় করেন ভিনরাজ‍্যের সাধকরাও। একদিকে যখন লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে এই অমাবস্যা উপলক্ষে, ঠিক অন্যদিকে তারাপীঠে বিভিন্ন মদের দোকানে কোটি কোটি টাকার মদ বিক্রি হয়ে থাকে। (লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
3/6
২০১৯ সালে করোনা পরিস্থিতির আগে রেকর্ড মদ বিক্রি হয়েছিল তারাপীঠে তার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। ২০২০ এবং ২০২১ সালে করোনা পরিস্থিতির জন্য মন্দির এবং মদের দোকান দুটি বন্ধ রাখা হয়েছিল সরকারি নির্দেশে, গত বছর আমাবস্যা পালিত হলেও দর্শনার্থীর সংখ্যা কম থাকায় মদ বিক্রিও কম টাকার হয়েছিল। (লেখা ও ছবি:সৌভিক রায়)
২০১৯ সালে করোনা পরিস্থিতির আগে রেকর্ড মদ বিক্রি হয়েছিল তারাপীঠে তার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। ২০২০ এবং ২০২১ সালে করোনা পরিস্থিতির জন্য মন্দির এবং মদের দোকান দুটি বন্ধ রাখা হয়েছিল সরকারি নির্দেশে, গত বছর আমাবস্যা পালিত হলেও দর্শনার্থীর সংখ্যা কম থাকায় মদ বিক্রিও কম টাকার হয়েছিল। (লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
4/6
তবে এ বছর গতকাল সকাল থেকে তারাপীঠে দর্শনার্থীর সংখ্যা খুব একটা বেশি না থাকলেও সন্ধ্যের পর দর্শনার্থীরা মন্দির এবং তারাপীঠ চত্বরে ভিড় জমাতে শুরু। (লেখা ও ছবি:সৌভিক রায়)
তবে এ বছর গতকাল সকাল থেকে তারাপীঠে দর্শনার্থীর সংখ্যা খুব একটা বেশি না থাকলেও সন্ধ্যের পর দর্শনার্থীরা মন্দির এবং তারাপীঠ চত্বরে ভিড় জমাতে শুরু। (লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
5/6
 এ বছর কত টাকার মদ বিক্রি হল এই বিষয়ে আবগারি দফতর সূত্রে খবর ১৩ তারিখ অর্থাৎ আমাবস্যার আগের দিন ৮০ থেকে ৯০ লক্ষ টাকা এবং গতকাল অমাবস্যার দিন ১ কোটি ১০ লক্ষ থেকে ১ কোটি ২০ লক্ষ টাকার আনুমানিক মদ বিক্রি হয়েছে। (লেখা ও ছবি:সৌভিক রায়)
এ বছর কত টাকার মদ বিক্রি হল এই বিষয়ে আবগারি দফতর সূত্রে খবর ১৩ তারিখ অর্থাৎ আমাবস্যার আগের দিন ৮০ থেকে ৯০ লক্ষ টাকা এবং গতকাল অমাবস্যার দিন ১ কোটি ১০ লক্ষ থেকে ১ কোটি ২০ লক্ষ টাকার আনুমানিক মদ বিক্রি হয়েছে। (লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
6/6
অন্যদিকে তারাপীঠে এক মদের দোকানের মালিক আমাদের জানান এই দু'দিনই আবহাওয়া খুব একটা গরম না হওয়ায় ঠান্ডা বিয়ার মদের চাহিদা অনেকটাই কম ছিল।(লেখা ও ছবি:সৌভিক রায়)
অন্যদিকে তারাপীঠে এক মদের দোকানের মালিক আমাদের জানান এই দু'দিনই আবহাওয়া খুব একটা গরম না হওয়ায় ঠান্ডা বিয়ার মদের চাহিদা অনেকটাই কম ছিল।(লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement