Kaushiki Amavasya 2023-Tarapith: তারাপীঠে কৌশিকী অমাবস্যার রাতে কত কোটি টাকার মদ বিক্রি হল জানেন? অবাক হবেন
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Kaushiki Amavasya 2023-Tarapith: এক রাতেই সব মদের দোকান খালি! জানুন
তারাপীঠ মূলত তন্ত্রপীঠ সিদ্ধপীঠ নামেই পরিচিত। আর এই সিদ্ধপীঠের একটি বিশেষ দিন হল কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমে এই তারাপীঠে কৌশিক অমাবস্যা উপলক্ষে। তবে 2022 সালে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও গত বছরের তুলনায় এই বছর তুলনামূলকভাবে দর্শনার্থীর সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। (লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
advertisement
২০১৯ সালে করোনা পরিস্থিতির আগে রেকর্ড মদ বিক্রি হয়েছিল তারাপীঠে তার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। ২০২০ এবং ২০২১ সালে করোনা পরিস্থিতির জন্য মন্দির এবং মদের দোকান দুটি বন্ধ রাখা হয়েছিল সরকারি নির্দেশে, গত বছর আমাবস্যা পালিত হলেও দর্শনার্থীর সংখ্যা কম থাকায় মদ বিক্রিও কম টাকার হয়েছিল। (লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement