হোম /খবর /পাঁচমিশালি /
চা খেতে এসেছিলেন ব্যক্তি! পকেটে মোবাইল ফেটে, আগুন ধরে গেল জামায়! ভাইরাল ভিডিও

Viral Video: চা খেতে এসেছিলেন ব্যক্তি! পকেটে মোবাইল ফেটে, আগুন ধরে গেল জামায়! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

Viral Video: এই ভিডিও দেখার পর পকেটে মোবাইল ফোন রাখার আগে দশ বার ভাবতে হবে! কোন কোম্পানির ফোন? দেখুন

  • Share this:

কেরালা: মোবাইল ফোন ছাড়া আমাদের আজকাল এক মুহূর্তও চলে না। অফিসের কাজ থেকে শুরু করে পরিবারের মানুষের সব খোঁজ ওই এক মোবাইলেই হয়। টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে রোজকার জীবনের বহু কাজ সহজ হয়েছে কেবল মাত্র এই একটি যন্ত্রের জন্য। আর সেই জন্য মোবাইল ফোন সব সময় চালু থাকতেই হবে। আর তা না হলেই বিপদ। সুইচঅফ করা যাবে না। এই কারণে অনেকে সারাক্ষণ মোবাইলে চার্জ দিতেই থাকেন। আর তার ফল হতে পারে ভয়াবহ। অনেকবার সতর্ক করা হয় যে, মোবাইল সুইচঅফ করে চার্জে বসান। বা বেশি বেশি চার্জ দেবেন না। এতে মোবাইল ব্লাস্ট করার সম্ভাবনা থাকে! কিন্তু কে শোনে কার কথা। আর তার ফলেই ঘটল মারাত্মক ঘটনা।

সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি ধুতি ও সাদা জামা পরে একটি দোকানে চা খেতে এসেন। একেবারেই সাদামাটা পোশাক। মাটির ভাঁড়ে তাঁকে চা দিয়েছন দোকানদার। দিব্য তিনি চা খেতে যাবেন। এমন সময় হঠাৎ করেই তাঁর বুক পকেটে আগুন জ্বলে ওঠে। যা দেখে ভয় পেয়ে যান ওই ব্যক্তি। তিনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়েন। পকেট থেকে বের করার চেষ্টা করেন মোবাইল। কিন্তু ততক্ষণে তাঁর জামায় আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে। যা দেখে ভয় পেয়ে যান সেখানে উপস্থিত দোকানদারও। তিনি দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কোনও মতে ফোন বের করে নেভানো হয় আগুন। তবে ফোনটি না বের করা গেলে ঘটে যেত চরম সর্বনাশ।

আরও পড়ুন: মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থানে অনুব্রত! বাবার কাছে পড়েই সাফল্য! জানুন

এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন রাজ মাজি নামের এক ব্যক্তি। তিনি গোটা ঘটনা জানান সকলকে। জানা যায় ভিডিওটি তিরুবনন্তপুরমের। যা দেখে সকলে চমকে ওঠেন। এই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল। বহু মানুষ জানতে চাইছেন কোন কোম্পানির মোবাইল ফোন ছিল? যদিও সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে অসাবধানতা এবং অতিরিক্ত চার্জ দেওয়ার ফল বলেই ধরা হচ্ছে এই ঘটনা। ভিডিও দেখলে আপনিও শিউরে উঠবেন!

Published by:Piya Banerjee
First published:

Tags: Mobile, Viral, Viral Video