Viral News: শরীর জুড়ে বসত করে থর, ক্যাপ্টেন আমেরিকা: কানাডার যুবকের কাণ্ড দেখে হতবাক বিশ্ব!

Last Updated:

ছোটবেলার পছন্দ ধরে রাখতে কানাডার বাসিন্দা ওই যুবক তাঁর শরীরে সহ্য করেছেন ৩৫০ ঘণ্টার যন্ত্রণা, সূচের স্ফূরণ। আর তাতেই তাঁর নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ৷

সেই কবে কবি বিস্মিত হয়ে প্রশ্ন তুলেছিলেন- সখি, ভালবাসা কারে কয়! সে বলা মুশকিল! কিন্তু সে ভালবাসা যদি হয় শৈশবের তবে আবেগের আতিশায্য খানিক বেশি হয় বইকি! মানুষ তার জন্য কী না করতে পারে। সম্প্রতি এমনই এক যুবকের ছবি ভাইরাল হয়েছে। ছোটবেলার পছন্দ ধরে রাখতে কানাডার বাসিন্দা ওই যুবক তাঁর শরীরে সহ্য করেছেন ৩৫০ ঘণ্টার যন্ত্রণা, সূচের স্ফূরণ। আর তাতেই তাঁর নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records)।
আসলে ছোটবেলা থেকেই কমিকের ভক্ত রিক স্কোলামিয়েরো (Rick Scolamiero)। বড় হয়েও তাঁর সেই টান যায়নি। বরং বেড়েছে সাহস। তাই তাঁর প্রিয় কমিক চরিত্রগুলিকে একেবারে নিজের কাছে টেনে নিয়েছেন। তাঁর গোটা শরীর ভরিয়ে ফেলেছেন প্রিয় কমিক চরিত্রগুলির ছবি দিয়ে। আর এমন ট্যাটু (Tattoo) করিয়ে ফেলেছেন তিনি নিজের শরীরে যে তা বিশ্ব রেকর্ডে উঠে গিয়েছে। এখনও পর্যন্ত, তিনি তার শরীরে ৩১টি কমিক চরিত্রের ছবি আঁকিয়েছেন। ইন্টারনেটে আপাতত রিকের নাম দেওয়া হয়েছে ‘মার্ভেল সুপারফ্যান’ (Marvel Superfan)।
advertisement
advertisement
৩৬ বছর বয়সী রিকের শরীরের বেশির ভাগ অংশেই এই সব প্রিয় কমিক চরিত্রগুলির ছবি উল্কি করে দেওয়া হয়েছে। এ গুলি করতে তাঁর প্রায় ৩৫০ ঘণ্টা সময় লেগেছিল বলে জানিয়েছেন রিক। ভালবাসার জন্য এমন কষ্টসাধ্য প্রয়াসেই অবশ্য আজ তিনি বিশ্বখ্যাত। নাম উঠেছে বিশ্ব রেকর্ডে। মার্ভেল কমিকস-এর সব থেকে বেশি চরিত্রের ছবি আঁকানোর ক্ষেত্রেও বিশেষ পরিচিতি পেয়েছেন রিক।
advertisement
খুব খুঁটিয়ে দেখলে বোঝা যায়, রিকের বেশির ভাগ ট্যাটুই করা হয়েছে তাঁর পিঠে এবং পেটে। এই আঁকার কাজ শুরু হয়েছিল আজ থেকে ১০ বছর আগে, ২০১১ সালে। সে বার নিজের বাহুতে প্রথম স্পাইডারম্যানকে (Spiderman) এঁকেছিলেন রিক। তার পর থেকে আর থামেননি। একের পর এক ৩১টি ট্যাটু করিয়েছেন তিনি।
advertisement
রিক জানিয়েছেন প্রথমে তিনি শুধু হাতেই ট্যাটু করাতে চেয়েছিলেন। কিন্তু ক্রমশ লোভ বাড়তে থাকল। ক্রমশ ভরে গেল দুই বাহু। আরও বেশি চরিত্রকে জায়গা করে দিতে তিনি বেছে নিলেন নিজের গোটা শরীরটাই। ছোট থেকেই কমিকসের প্রতি আসক্ত ছিল রিক। কাগুজে পাতার চৌহদ্দি ছাড়িয়ে ক্যাপ্টেন আমেরিকা (Captain America), লোকি (Loki), থর (Thor)-সহ নানা চরিত্র এখন বাস রিকের হাতে, পায়ে, বুকে, পিঠে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: শরীর জুড়ে বসত করে থর, ক্যাপ্টেন আমেরিকা: কানাডার যুবকের কাণ্ড দেখে হতবাক বিশ্ব!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement