Viral Video: বিয়ের দিন বউকে কোলে তুলতে গিয়ে এ কী কাণ্ড ঘটালেন বর ? ভাইরাল এই ভিডিওটি না দেখলেই নয় !

Last Updated:

Funny Wedding Video: বিয়েতে পাত্র-পাত্রীদের ডান্স পারফরম্যান্স কোনও নতুন ঘটনা নয় ৷ মনে আনন্দ থাকলে সবই সম্ভব ৷ কিন্তু সেই আনন্দ এতটা চরমে উঠলে কী অঘটন ঘটতে পারে, সেটা এই ভিডিওটি না দেখলেই নয় ৷

Photo: Screen Grab
Photo: Screen Grab
কলকাতা: বিয়েতে কত কাণ্ডই না ঘটে ! একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে একটি বিয়ের জন্য জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল (Funny Wedding Video) ৷ সেখানে অতিথিরা সবাই হাজির ৷ পাত্র-পাত্রী নিজেরাই স্টেজে ডান্স পারফরম্যান্স করবেন ৷ এমনটাই ছিল পরিকল্পনা ৷ কিন্তু স্টেজে নেমে বর যা কাণ্ড ঘটালেন, তা দেখে সবাই তাজ্জব ৷ ভাগ্য ভালো এমন ঘটনার পর বর বা বউ কারোর হাত-পা ভাঙেনি ৷ বা কোমরে চোট লাগেনি ৷ নাহলে বড়সড় অঘটন ঘটে যেতে পারত ৷ বিয়েটাই যেত ভেস্তে !
বিয়েতে পাত্র-পাত্রীদের ডান্স পারফরম্যান্স কোনও নতুন ঘটনা নয় ৷ মনে আনন্দ থাকলে সবই সম্ভব ৷ কিন্তু সেই আনন্দ এতটা চরম হলে কী অঘটন ঘটতে পারে, সেটা এই ভিডিওটি না দেখলেই নয় ৷ এখানে দেখা গিয়েছে, ডান্স পারফরম্যান্সের জন্য স্টেজে নেমেই বউকে নিজের পিঠে চাপিয়ে নেন বর ৷ এমনটা যে ঘটবে, তা হয়তো পাত্রীও আগের থেকে আন্দাজ করতে পারেননি ৷ কিন্তু এতটা জোরে ঝাঁপিয়ে কোলে তুলতে গিয়ে যা ঘটার তাই ঘটল ৷ বউকে নিয়েই হুড়মুড়িয়ে পড়লেন পাত্র ৷ ভাগ্য ভালো তাদের চোট গুরুতর নয় ৷ হাত-পা ঝেড়ে আবার উঠে নাচতে শুরু করেন তাঁরা ৷
advertisement
advertisement
advertisement
বিয়ের দিন বউকে সঙ্গে নিয়ে সবার সামনে মুখ থুবড়ে পড়াটা মোটেই শোভা দেখায় না ৷ কিন্তু এখানে তেমনটাই ঘটল ৷ বউকে পিঠে চাপানোর পর বেশ খানিকক্ষণ ধরে রাখার অনেক চেষ্টাই করেছিলেন বর ৷ কিন্তু শেষপর্যন্ত পারলেন না ৷ নিজেও পড়লেন বউও হুমড়ি খেয়ে পড়লেন মাটিতে ৷ পাত্রীর অত সুন্দর গাউন কিংবা পাত্রের স্যুট-প্যান্ট সবই খারাপ হওয়ার জোগাড় হয়েছিল ৷  আর এমন ঘটনা সবার সামনে ঘটলে কতটা ‘এমব্যারেসিং’ হতে পারে, তা হয়তো আন্দাজ করাটা খুব একটা কঠিন কাজ নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ের দিন বউকে কোলে তুলতে গিয়ে এ কী কাণ্ড ঘটালেন বর ? ভাইরাল এই ভিডিওটি না দেখলেই নয় !
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement