হরিণ আর হনুমানের বন্ধুত্ব! একজন বিপদে পড়ায় আরেকজনের অবস্থা দেখলে তাজ্জব হবেন

Last Updated:

জঙ্গল যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর।

#নয়াদিল্লি: অরণ্য  দূর থেকে দেখতে যতটা ভাল লাগে বা জঙ্গলের গল্প শুনতে যতটা ভাল লাগে আদপে কিন্তু অরণ্যের জীবন ততটাই কঠিন । অস্তিত্বের জন্য সংগ্রাম করে বেঁচে থাকাই জঙ্গলের পশুদের প্রধান কাজ । জঙ্গল যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর।
সম্প্রতি একটি ভিডিওতে জঙ্গলের এক ভয়ঙ্কর রূপ ধরা পড়েছে । শুধু তাই নয়, পশুদের মধ্যে বন্ধুত্বের ছবিও ধরা পড়েছে ভিডিওটিতে । ভিডিওতে দেখা গিয়েছে  জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে ঘুরছিল একদল হরিণ ও হনুমান । কিন্তু পশুরা বোঝেইনি যে তাদের অপেক্ষায় বসে আছে একটি হিংস্র চিতাবাঘ । সময় বুঝে সঠিকসময় তাদেরকে আক্রমণ করবে চিতাবাঘটি।
advertisement
advertisement
চিতাবাঘ বড়ই ভয়ঙ্কর প্রাণী । এর শিকার করার ধরনই আলাদা । বিভিন্ন সময় এরা বিভিন্ন ভাবে শিকার করে । ঠিক সেই রকমই এই ভিডিওতে গাছের উপরেই লুকিয়ে থাকতে দেখা গিয়েছে এক চিতাবাঘকে। ভিডিওতে দেখা গিয়েছে,  সময় বুঝে একটি হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল হিংস্র চিতাবাঘটি । আশপাশের  থেকে হনুমানের দল হরিণটিকে বাঁচাতে এলেও শেষ রক্ষা হল না । হরিণটির প্রাণ নিয়ে নিল হিংস্র  চিতাটি।
advertisement
জঙ্গলের এই ভয়ঙ্কর রূপ দেখে অবাক হয়েছেন নেটিজেনরা । অন্যদিকে হনুমান দলের হরিণটির প্রতি ভালবাসা দেখেও তাজ্জব হয়েছেন নেটিজেনরা । অরণ্যে বেঁচে থাকা যে কতটা কঠিন সেই চিত্রই ধরা পড়েছে এই ভাইরাল হওয়া ভিডিওতে ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হরিণ আর হনুমানের বন্ধুত্ব! একজন বিপদে পড়ায় আরেকজনের অবস্থা দেখলে তাজ্জব হবেন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement