সাপে-নেউলে তো 'সম্পর্ক'! কিন্তু যুদ্ধ হলে জেতে কে জানেন কি? দেখুন হাড়হিম ভাইরাল ভিডিও
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Cobra Viral Video: কোবরার মতো বিষধর সাপও কিন্তু বেজির কাছে হার মানে! কিন্তু এবার কী হল?
#ভাইরাল ভিডিও : কথায় আছে, সাপে-নেউলের সম্পর্ক। সত্যি সত্যিই বেজি বা নেউলকে সাপের শত্রু হিসেবে গণ্য করা হয়ে থাকে। অনেক সময় শত্রুতার উদাহরণ হিসেবে সাপে-নেউলে কথাটি বলা হয়। বেজি আর সাপের সম্পর্ক মানে হল, একে অপরের সঙ্গে দেখা হলেই প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়া। সাপের আক্রমণ থেকে মানুষসহ প্রাণীকূলের অন্যরা পিছু হটলেও বেজি কিন্তু সাপ শিকার বা পরাস্ত করতে বেশ পটু! কোবরার মতো বিষধর সাপও কিন্তু বেজির কাছে হার মানে! কিন্তু এবার কী হল?
একটি কোবরা এবং একটি বেজির মধ্যে এক ভয়ঙ্কর লড়াই ভাইরাল হয়েছে৷ ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে কোবরাটি বেজির এলাকায় প্রবেশ করেছে। আর তখনই শুরু হয় মরণপণ লড়াই। একে অপরের কামড় এড়ালেও কিন্তু শেষ পর্যন্ত বেজি সাপকে তার মুখের মধ্যে বন্দী করতে সক্ষম হয়। জীবন বাঁচানোর চেষ্টা করলেও, বিফলে যায় সে চেষ্টা। মুখোমুখি সংঘর্ষে বিজয়ী হয়েছে বেজি বলেই ধরে নিতে হবে।
advertisement
advertisement
ভিডিওটি অনলাইনে ২.৮ মিলিয়নেরও বেশি লোক দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় সবাই এমন লড়াই দেখে হতবাক হয়ে গিয়েছেন।
advertisement
একজন লিখেছেন, “বেজি হল চারটি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটি যার বিষ প্রতিরোধের ক্ষমতা আছে। আমারও যদি বিষ থেকে বাঁচার ক্ষমতা থাকত”। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “বেতের ক্ষেতে ইঁদুর এবং সাপ মারার জন্য বেজিকে ক্যারিবিয়ানে আনা হয়েছিল দাসপ্রথার সময়। জামাইকার বেশিরভাগ গ্রামীণ এলাকায় এখনও অনেক বেজি রয়েছে”। তৃতীয় একজন লিখেছেন, “উফফ! কী যুদ্ধ”। চতুর্থ ব্যবহারকারী লিখেছেন, "ওরে বাবা! এতো সাংঘাতিক ভয়ের। জানতাম না বেজির এত শক্তি"।
advertisement
মনে করা হয়, কিং কোবরা অত্যন্ত বিষাক্ত এবং বিপজ্জনক সাপ। তাদের এক কামড়ে ঢালা বিষ দশ জনের বেশি মানুষকে মেরে ফেলতে সক্ষম। তবে বিষাক্ত সাপের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় তৎপরতা, ধূর্ততা এবং শক্তি কিছু প্রাণীর রয়েছে। বেজি এমন প্রাণীর মধ্যেই একটি, যা কোবরাকে হত্যা পর্যন্ত করতে পারে। বেজিকে বলা যেতে পারে কোবরা শিকারী। সাধারণত, কোবরা এবং অন্যান্য সাপের প্রজাতি তাদের প্রধান শত্রু বেজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ তাই এড়িয়েই চলে!
Location :
First Published :
October 15, 2022 1:18 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সাপে-নেউলে তো 'সম্পর্ক'! কিন্তু যুদ্ধ হলে জেতে কে জানেন কি? দেখুন হাড়হিম ভাইরাল ভিডিও