Viral Video: ছাদনাতলায় হবু জামাইয়ের সামনে হাঙ্গামা বাধালেন কনের মা! শাশুড়ির সুপারহিট পারফরম্যান্সে ক্লিন বোল্ড বর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: দুজনেই (Bride and Groom) খুব রোমান্টিক মুডে নাচছিলেন এমন সময় যা ঘটল যে বর-কনে দেখেশুনে পুরো তাজ্জব হয়ে গেলেন।
#ভাইরাল : প্রতিদিন বর-কনের হাজার হাজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিছু ভিডিও (Viral Video) আছে যেগুলো একবার দেখলেও মন ভরে না। বিয়ের দিনে বর-কনে (Bride Groom Video) আকর্ষণের কেন্দ্রবিন্দু। অতিথিরা সকলেই তাঁদের ঘিরে থাকে এবং তাঁদের ছোটোখাটো ভাবভঙ্গিতে নিজেদের প্রতিক্রিয়া দেন। মজাও পান আবার আলোচনাও করেন তাঁদের নিয়েই। বিয়ের অনুষ্ঠানে স্মরণীয় মুহূর্ত তৈরি করতে আজকাল আবার বর কনেকে একসঙ্গে নাচতেও দেখা যায়। ভাইরাল হওয়া এই ভিডিওতেও তেমনই কিছু দেখা গিয়েছিল। তবে অন্য সব বর-কনের নাচের ভিডিওকে বলে বলে দশ গোল দিতে পারে এই ভাইরাল ভিডিও যা ইতিমধ্যেই মন জিতে নিয়েছে নেটিজেনদের।
আরও পড়ুন : দুই সতীনের ভাগাভাগি! স্বামীকে 'শেয়ার' করে নিলেন দুই স্ত্রী! কে কী পেলেন? শুনলে চমকে যাবেন
advertisement
ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে কনেকে তার হবু বরের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। সে বিয়ের আনন্দে দারুণ রোমান্টিক মেজাজে নাচছিলেন তাঁর নতুন জীবনসঙ্গীর সঙ্গে। কনের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন বর। যেখানে বরকেও (Viral Video) তার কনের সঙ্গে পায়ে পায়ে ছন্দ মিলিয়ে নাচতে দেখা গিয়েছে। কনে একটি অফ-হোয়াইট লেহেঙ্গা পরেন এই বিবাহবাসরে (Bride Groom Video)। অন্যদিকে বরকে একটি কালো এবং সাদা টাক্সেডোতে দেখা যায়। দুজনেই খুব রোমান্টিক মুডে নাচছিলেন এমন সময় যা ঘটল যে বর-কনে দেখেশুনে পুরো তাজ্জব হয়ে গেলেন। ভিডিওতে দেখা যায় হঠাৎ হবু বরের শাশুড়ি এসে পুরো জমায়েত তাঁর সুপারহিট পারফরম্যান্স দিয়ে লুট করে নেন। শাশুড়ি নীল রঙের লেহেঙ্গা পরে ছিলেন।
advertisement
advertisement
শাশুড়ি মঞ্চে এলে তিনি বরের সঙ্গে জমজমাটি (Bride Groom Video) নাচ শুরু করে দেন। এমন কীর্তি দেখে কনে আক্ষরিক অর্থে চমকে ওঠেন! এইসময় তার মুখটা ছিল দেখার মতো। সোশ্যাল মিডিয়ায় মানুষ এই ভিডিওটি (Viral Video) বেশ পছন্দ করছে। Thebridesofindia নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা এটিকে দারুণভাবে । এই ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'আমরা সাহায্য করতে পারি না কিন্তু সত্যিই একটি দুর্দান্ত দৃশ্য দেখতে পাচ্ছি'।
view commentsLocation :
First Published :
March 26, 2022 11:59 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ছাদনাতলায় হবু জামাইয়ের সামনে হাঙ্গামা বাধালেন কনের মা! শাশুড়ির সুপারহিট পারফরম্যান্সে ক্লিন বোল্ড বর