Viral Video: জমজমাট অনুভূতি! শালিখের মুখের হরেকৃষ্ণ-হরিবোল মন ভাল করা ভিডিও মুহূর্তেই ভাইরাল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Viral Video: শালিখের মুখে হরেকৃষ্ণ বা হরিবোল তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া, ভাইরাল হয়েছে
Viral Video: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুল একরত্তি একটি শালিখ ৷ মথুরার সকাল দেখল এক অন্য ছবি ৷ শ্রীকৃষ্ণের নাম নিয়ে দিন শুরু হল ৷ ফলত প্রতিটি ভক্তের কাছে এক আলাদা অনুভূতি ৷ এই বিষয়টি জেনে হয়রান হতে হবে ছোট্ট এক মিষ্টি সালিখের কণ্ঠস্বর সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় উঠেছে (Viral Video) ৷
মথুরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ ফেসবুক (facebook), ট্যুইটার (Twitter), হোয়াটসঅ্যাপ (WhatsApp) প্রতিটি প্ল্যাটফর্মেই যেন তোলপাড় করেছে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়েছে ৷ তুমুল গতিতে শেয়ার হয়েছে ৷ তবে সবাই দেখে অবাক হয়েছেন কেননা শালিখ নিজে তেকেই হরেকৃষ্ণ হরিবোল বলে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন ৷
ভাইরাল ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে একজন কথা বলে যাচ্ছেন ৷ তিনি শালিখটি হরেকৃষ্ণ বা হরিবোল ইত্যাদি বলতে বলছেন সেই ভিডিও রীতিমত তোলপাড় করেছে ৷ জোরদার গতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে ৷
advertisement
advertisement
আরও পড়ুন: IAS Tapasya Parihar Success Story: হতদরিদ্র কৃষকের মেয়ে আজ আইএএস! এই মহিলা অফিসারের উত্থানের গল্প শুনলে চমকে যাবেন...
এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা সত্যি সত্যি রীতিমত এমন এক পরিবেশ সৃষ্টি হয়েছে ৷ শালিখের এই কার্যাবলী রীতিমত চোকে জল এনে দিয়েছে মিষ্টি স্বরে সুরেলা স্বরে সবার মন ভরিয়ে দিয়েছেন ৷ সব থেকে বড় বিষয় হল ভিডিওটি এটাই যে ভিডিওটি যাঁরা দেখেছেন তাঁরা খুব ভালবেসেছেন এক কথায় বলা যেতে পারে যে এ এক অতুলনীয় ৷
advertisement
अद्भुतदिल को छू लेनेवाली सनातनी चिड़िया सनातन धर्म क्या सिखाता है देख लीजिए हरे कृष्णा हरे कृष्णा pic.twitter.com/fHlZzeB7GN
— तनु (@itsTanu22) July 18, 2022
বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে শালিখটির ভিডিও দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ ভিডিওটি একবার দেখলেই বুঝতে পারা যাবে ভিডিওটি কতখানি ভাললাগার জায়গা তৈরি করেছে ৷ একনজরে দেখে নেওয়া যাক ভিডিওটি কতখানি কানেক্টি ভিটি তৈরি হয়েছে ৷
view commentsLocation :
First Published :
August 01, 2022 4:26 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: জমজমাট অনুভূতি! শালিখের মুখের হরেকৃষ্ণ-হরিবোল মন ভাল করা ভিডিও মুহূর্তেই ভাইরাল