Viral Video: জমজমাট অনুভূতি! শালিখের মুখের হরেকৃষ্ণ-হরিবোল মন ভাল করা ভিডিও মুহূর্তেই ভাইরাল

Last Updated:

Viral Video: শালিখের মুখে হরেকৃষ্ণ বা হরিবোল তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া, ভাইরাল হয়েছে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
Viral Video: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুল একরত্তি একটি শালিখ ৷ মথুরার সকাল দেখল এক অন্য ছবি ৷ শ্রীকৃষ্ণের নাম নিয়ে দিন শুরু হল ৷ ফলত প্রতিটি ভক্তের কাছে এক আলাদা অনুভূতি ৷ এই বিষয়টি জেনে হয়রান হতে হবে ছোট্ট এক মিষ্টি সালিখের কণ্ঠস্বর সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় উঠেছে (Viral Video) ৷
মথুরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ ফেসবুক (facebook), ট্যুইটার (Twitter), হোয়াটসঅ্যাপ (WhatsApp) প্রতিটি প্ল্যাটফর্মেই যেন তোলপাড় করেছে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়েছে ৷ তুমুল গতিতে শেয়ার হয়েছে ৷ তবে সবাই দেখে অবাক হয়েছেন কেননা শালিখ নিজে তেকেই হরেকৃষ্ণ হরিবোল বলে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন ৷
ভাইরাল ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে একজন কথা বলে যাচ্ছেন ৷ তিনি শালিখটি হরেকৃষ্ণ বা হরিবোল ইত্যাদি বলতে বলছেন সেই ভিডিও রীতিমত তোলপাড় করেছে ৷ জোরদার গতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে ৷
advertisement
advertisement
আরও পড়ুন: IAS Tapasya Parihar Success Story: হতদরিদ্র কৃষকের মেয়ে আজ আইএএস! এই মহিলা অফিসারের উত্থানের গল্প শুনলে চমকে যাবেন...
এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা সত্যি সত্যি রীতিমত এমন এক পরিবেশ সৃষ্টি হয়েছে ৷ শালিখের এই কার্যাবলী রীতিমত চোকে জল এনে দিয়েছে মিষ্টি স্বরে সুরেলা স্বরে সবার মন ভরিয়ে দিয়েছেন ৷ সব থেকে বড় বিষয় হল ভিডিওটি এটাই যে ভিডিওটি যাঁরা দেখেছেন তাঁরা খুব ভালবেসেছেন এক কথায় বলা যেতে পারে যে এ এক অতুলনীয় ৷
advertisement
বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে শালিখটির ভিডিও দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ ভিডিওটি একবার দেখলেই বুঝতে পারা যাবে ভিডিওটি কতখানি ভাললাগার জায়গা তৈরি করেছে ৷ একনজরে দেখে নেওয়া যাক ভিডিওটি কতখানি কানেক্টি ভিটি তৈরি হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: জমজমাট অনুভূতি! শালিখের মুখের হরেকৃষ্ণ-হরিবোল মন ভাল করা ভিডিও মুহূর্তেই ভাইরাল
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement