Viral News: পথ কুকুরকে নিয়ে কেদারনাথ দর্শন! রাতারাতি ভাইরাল রোহিত! কী হল শেষে? জানুন
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral News: পথ কুকুরকে কেদার দর্শন করিয়ে রাতারাতি ভাইরাল হয়ে গেলেন বেহালা ঠাকুরপুকুরের রোহিত বৈদ্য। তারপর? দেখুন কী হল
দক্ষিণ ২৪ পরগনা: পথ কুকুরকে কেদার দর্শন করিয়ে রাতারাতি ভাইরাল হয়ে গেলেন বেহালা ঠাকুরপুকুরের রোহিত বৈদ্য। সাইকেল নিয়ে দেশভ্রমণ করা নেশা তার। সেই নেশার টানে বাড়ি ছেড়েছিলেন ১৯ শে সেপ্টেম্বর। সঙ্গী হয়েছিলেন অভিষেক শর্মা নামের তাঁর এক বন্ধু। পরিবেশ রক্ষার বার্তা নিয়েই তাঁরা বের হয়েছিলেন। চারধাম যাত্রা সম্পর্কে তাঁরা শুনেছিলেন আগেই। চারধাম যাত্রা হল স্বপ্নের যাত্রা।সেই স্বপ্নপূরন করতে প্রতিবছর ছুটে যান লাখ লাখ পূণ্যার্থী। এই চারধামের মধ্যে শোনা যায় কেদারনাথে স্বর্গ থেকে হাওয়া আসে। সেই হাওয়া এবার খেয়ে এসেছেন ওই ২ যুবক।
তবে পথে তাঁরা পেয়েছিলেন এক পথকুকুরকে। কালু নামের ওই পথ কুকুর হৃষিকেশ থেকে সঙ্গী হয়েছিল তাঁদের। কালুকে নিয়েই কেদারনাথ দর্শন করেন তাঁরা। সেই ছবি নেট মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায়। যদিও কালুকে বাড়িতে আনতে পারেননি তাঁরা। পথের অতিথি পথেই আবার হারিয়ে যায়। সেজন্য মন খারাপ তাদের।
আরও পড়ুন: শীত ভুলে যান! এল নিনোর প্রভাবে গোটা আবহাওয়া বদলে যাবে! গরম-বৃষ্টি, একেবারে যা তা ঘটতে চলেছে
advertisement
advertisement
পথে একাধিক ছোট বাধা এসেছিল ওই যুবকদের। তবে তাঁদের উদ্যমের কাছে সেই বাঁধা হার মানে। সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে ফিরে এসে এক অন্য জগৎকে উপলব্ধি করেছেন তাঁরা। বাড়িতে ফিরে আসার পর তাঁদের পরিচিতি ছড়িয়েছিল বহুদুর। বাড়ি ফেরার সময় এলাকার লোকজন তাকে ফুলের মালা গলায় দিয়ে সংবর্ধনা জানায়। প্রায় ২৭ দিন সময় লেগেছিল কেদারনাথ পৌছাতে। খরচ হয়েছিল প্রায় ১৪ হাজার টাকা। ভবিষ্যতে সাইকেলে করে ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 01, 2023 7:42 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: পথ কুকুরকে নিয়ে কেদারনাথ দর্শন! রাতারাতি ভাইরাল রোহিত! কী হল শেষে? জানুন









