Viral Video: কাঁচা বাদাম, কাঁচা পেয়ারার পর এবার ভাইরাল আঙুর! সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে নতুন গান

Last Updated:

Viral Video: ফের নেটপাড়ায় ভাইরাল হয়েছেন এক আঙুর বিক্রেতা। কী ভাবে হলেন ভাইরাল?

কাঁচা বাদাম বনাম ভাইরাল আঙুর ভিডিও
কাঁচা বাদাম বনাম ভাইরাল আঙুর ভিডিও
#ভাইরাল : সোশ‍্যাল মিডিয়া এমন এক জায়গা যা বর্তমানে সমাজের আয়না। এই মাধ্যমে যাঁরা সক্রিয় তাঁরা ‘ভাইরাল’ (Viral Video) শব্দটার মানে খুব ভাল ভাবেই জানেন। নেটদুনিয়ায় যেকোনও সময় কোনও আজব কিছু করেও যে কেউ কিন্তু হয়ে যেতে পারেন ভাইরাল। ধনী-দরিদ্র-সাদা-কালোর বিভেদ দেখেনা নেটিজেনরা (Viral Video)। যে কোনও নতুন কিছুই তাঁদের প্রভাবিত করে। আর এমন সব অন্যরকম কাণ্ড করে কিন্তু ঝড়ের গতিতে ভাইরাল (Viral Grape Seller) হয়ে যেতে পারেন আপনিও। বড় উদাহরণ রাণাঘাটের রানু মণ্ডল কিংবা শ্রীলঙ্কার ইয়োহানি যাঁর মানিকে মাগে হিতে জনপ্রিয়তার সঙ্গেই ভাইরাল হয়েছিল গোটা দুনিয়ায়। সেই একইরকম কায়দায় এবার ভাইরাল হয়েছে ভুবন বাদ‍্যকরের (Bhuban Badyakar) ‘কাঁচা বাদাম’।
মাঝখানে অবশ‍্য ভুবনের মতোই ভাইরাল গায়কের খোঁজ মিলেছিল দেশের আরেক প্রান্তে। তিনি পেশায় একজন পেয়ারা বিক্রেতা। ফল বিক্রি করার ফাঁকে তাঁর গাওয়া গান ভাইরাল (Viral Video) হয়েছিল ‘কাঁচা বাদাম’ এর মতোই। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অজ্ঞাতপরিচয় ওই ব‍্যক্তি। এবার ফের নেটপাড়ায় ভাইরাল (Viral Grape Seller) হয়েছেন এক আঙুর বিক্রেতা। কী ভাবে হলেন ভাইরাল? শুনুন...
advertisement
advertisement
advertisement
এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Grape Seller) হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, গান গেয়ে গেয়েই ঠেলায় করে কালো আঙুর বিক্রি করছেন ওই বিক্রেতা। আর সেই ভিডিওটিই (Viral Video) পাগলের মতো শেয়ার করছেন নেট নাগরিকরা। ইতিমধ্যেই ১ লক্ষ ভিউ হয়ে গিয়েছে ভিডিওটির। কাঁচা পেয়ারার মতো আঙুর নিয়ে এই গানটিও একই রকম ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
advertisement
এর আগে ঠেলাগাড়িতে কাঁচা পেয়ারা বিক্রি করতে করতে গান গাইতে দেখা গিয়েছিল ওই ব‍্যক্তিকে। পেয়ারা বিক্রি করার ফাঁকে ফাঁকে সুরেলা গলায় গান গাইছিলেন তিনি। ভাষাটা শুধু হিন্দি। ওই পেয়ারা বিক্রেতার নাম কী বা তিনি কোথাকার বাসিন্দা সেটা এখনও জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ওই ভিডিওটি।
advertisement
ভাইরাল কাঁচা বাদাম স্রষ্টা ভুবন বাদ‍্যকর ইতিমধ্যেই দারুণভাবে জনপ্রিয়। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর যাঁরা এই গানে রিল বানায়নি। এখনও প্রায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে ভুবন। তাঁর গান নিয়ে উন্মাদনা এখনও অব‍্যাহত। শুধুমাত্র ‘কাঁচা বাদাম’এ আটকে না থেকে নতুন নতুন গান রেকর্ড করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: কাঁচা বাদাম, কাঁচা পেয়ারার পর এবার ভাইরাল আঙুর! সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে নতুন গান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement